কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে জাবি শিক্ষকদের সংহতি

১৪ জুলাই ২০২৪, ০১:২৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
জাবিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

জাবিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ © টিডিসি ফটো

সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও মামলা দায়েরের প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক সংহতি জানান।

রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংহতি সমাবেশ করেন শিক্ষার্থীরা। 

মিছিলে শিক্ষার্থীরা 'আমার ভাইয়ের ওপর হামলা কেন? বিচার চাই বিচার চাই', 'মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', 'কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক', 'আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে' ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ বলেন, 'দেশ ও জাতির মঙ্গলের জন্য শিক্ষার্থীদের এ আন্দোলনে আমি সংহতি জানাচ্ছি। রাষ্ট্রের নাগরিক হিসেবে নির্বাহী বিভাগের কাছে আমরা প্রত্যাশা করি শিক্ষার্থীদের প্রতি ন্যায় বিচার করা হবে৷ রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে শিক্ষার্থীরা যা করছে, তা রাষ্ট্রের মঙ্গলের জন্যই করছে৷' 

তিনি আরো বলেন, 'একটি দক্ষ শিক্ষাব্যবস্থা চালু রাখতে গেলে মেধাবীদের দরকার, কর্মক্ষেত্রে যদি মেধাবীরা বঞ্চিত হয়, তাহলে তা দক্ষ জনশক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াবে৷ আমরা প্রত্যশা করি নির্বাহী বিভাগ আমাদের কথা শুনবে, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করবে এবং শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাবে৷'  

ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, 'শিক্ষার্থীদের আন্দোলন দেখে মনে হচ্ছে, তারা ৫২'র ভাষা আন্দোলন ও ৬৯'র গণভ্যত্থানের উত্তসূরী। কোটার উদ্দেশ্য বৈষম্য সৃষ্টি করা নয়। বরং বৈষম্য নির্মূল করা৷ কিন্তু এখন কোটার মাধ্যমে এক ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে৷ তার চেয়ে বড় কথা কোটার মধ্য দিয়ে পুরো দেশকে মেধাশূন্য করা হচ্ছে৷ সুতরাং শিক্ষার্থীদের আন্দোলন শুধুমাত্র চাকরির আন্দোলন নয়, দেশ রক্ষার আন্দোলন৷'

দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'আদালতের ঘাড়ে বন্দুক রেখে যে বৈষম্য তৈরি করার পায়তারা করছেন, তা বন্ধ করুন। মেধাভিত্তিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনে সমর্থন জানাচ্ছি।'

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবীব বলেন, 'আমাদের দাবি কোটা সংস্কার করে মেধাবীদের সুযোগ দেওয়া৷ কোটা সংস্কার ব্যতীত আমাদের রাজপথ থেকে ওঠানোর কোনো পায়তারা করবেন না, অন্যথায় আমরা আন্দোলন আরো বেগবান করবো৷'

আরও পড়ুন:কোটা সংস্কারের একদফা দাবিতে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা

বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ বলেন, 'আমাদের যৌক্তিক আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, মামলা দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি অতিদ্রুত কোটা সংস্কার করতে হবে।'

 
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
  • ২১ জানুয়ারি ২০২৬
কর্মসূচির ছবি ফেসবুকে দিয়ে সাইবার বুলিংয়ের শিকার ছাত্রদলের …
  • ২১ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে তরুণ গবেষকদের নবীন বরণ ও ‘গবেষণায় হাতেখড়ি’ অনুষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে ভারতীয় দূতাবাসকর্মীদের দেশে ফেরার পরামর্শ দিল্লির
  • ২১ জানুয়ারি ২০২৬
এআই বিষয়ক গবেষণায় ২ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ পেল পাবিপ্রবি
  • ২০ জানুয়ারি ২০২৬
খুবির কত মেরিট পর্যন্ত ভর্তির সুযোগ পেলেন শিক্ষার্থীরা, আসন…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9