প্রথমবারের মতো নবীন প্রভাষকদের ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

কুমিল্লার বার্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য মাকসুদ কামাল
কুমিল্লার বার্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য মাকসুদ কামাল  © সংগৃহীত

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবীন প্রভাষকদের ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৪ মে) সকালে কুমিল্লার কোটবাড়িতে ১৪ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ স ম মাকসুদ কামাল।

কুমিল্লার কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ময়নামতি অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ প্রশিক্ষণে ৪৮টি বিভাগ থেকে ৫৮ নবীন প্রভাষক অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির (কিউএসি) চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, নতুন প্রভাষকরা প্রশিক্ষণে ৭০ শতাংশ নম্বরের শর্ত পূরণে ব্যর্থ হলে পদোন্নতি দেওয়া হবে না। বছরে দুইবার এই প্রশিক্ষণ হবে।

নবীন শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিন। কারণ এ দেশের মানুষের টাকায় আপনাদের প্রশিক্ষণ হচ্ছে। এসব প্রশিক্ষণে অনেক অর্থ ব্যয় হয়।

প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ এবং বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

উদ্বোধন পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান শুভেচ্ছা বক্তব্য দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. হাসিনা খান, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence