চবি প্রতিবন্ধী ছাত্রসমাজ ডিস্কো এর নেতৃত্বে শিহাব-নাদিম

১৭ মে ২০২৪, ০১:০৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী ছাত্রসমাজ (ডিস্কো) এর ২০২৪-২৫ কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ১৫ মাসের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শিহাব উদ্দিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. নাদিম হোসেন  নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বেলা তিনটায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার।

এবার কার্যনির্বাহী পরিষদের ১০ পদের বিপরীতে ১৫ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা শেষে সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মো. নাদিম হোসেন নির্বাচিত হন।

কমিটির অন্যান্য পদগুলোতে নির্বাচিত যারা- সহ-সভাপতি বিশ্বজিৎ বসাক, যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু হোসেন, অর্থ সম্পাদক মো. নুরুন্নবী, সহ-অর্থ  সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান, শিক্ষা সাহিত্য ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদাউস, কার্যকরী সম্পাদক মোহাম্মদ তুষার ও মোহাম্মদ সাদেক । 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শংকর বড়ুয়া। 

এছাড়া সেখানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম। তিনি বিজয়ী সকল প্রার্থীদেরকে অভিনন্দন জানান এবং সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।

ভর্তি পরীক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন কুবি শিবিরের
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাদিক কায়েমের বক্তব্যে ছাত্রদল নেতা হামিমের প্রতিক্রিয়া
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ,…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, এক জেলায় বিএনপির-ছাত্রদল…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬