ঢাবির বটতলায় কুরআন তেলাওয়াতের আসর, আগতদের টুপি বিতরণ

আরবি সাহিত্য পরিষদের উদ্যোগ

কুরআন তেলাওয়াতের আসর
কুরআন তেলাওয়াতের আসর  © টিডিসি ফটো

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি সাহিত্য পরিষদের উদ্যোগে কুরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) বটতলায় এই তেলাওয়াত আসরের আয়োজন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং কুরআন তেলাওয়াত শুনেন। এসময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে আরবি সাহিত্য পরিষদের পক্ষ হতে টুপি বিতরণ করা হয়।

পরিষদের সাংগঠনিক সম্পাদক ইউনুছ শামিম বলেন, রমজান মুসলিমদের পুনর্জাগরণের মাস। আত্মশুদ্ধির এই মাসের অসংখ্য ফজিলতের মধ্যে অন্যতম হলো, এ মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। তাই কুরআন অবতীর্ণের মাসকে কুরআন তিলাওয়াতের মাধ্যমেই স্বাগত জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

পরিষদের সভাপতি আশিক বিল্লাহ বলেন, আল্লাহর রহমতে আমরা কুরআনের মাসকে কুরআন তেলাওয়াতের আবেশে স্বাগত জানিয়েছি। রমজান কেন্দ্রীক আবেগ সকল মুসলমানদের, সেই আবেগকে কুরআনের রস আস্বাদনের মাধ্যমে ফলপ্রসূ করে তোলার আহ্বান জানিয়েই আমাদের এই ছোট্ট পরিসরের ক্বেরাত সম্মেলন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence