পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দুই মন্ত্রীকে অভিনন্দন চবি ভিসির

ব্যয় কোন খাত থেকে জানতে চায় ইউজিসি
১৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
চবি ভিসি ও পত্রিকায় বিজ্ঞাপন

চবি ভিসি ও পত্রিকায় বিজ্ঞাপন © টিডিসি ফটো

চট্টগ্রাম থেকে মন্ত্রিত্ব পাওয়া ড. হাছান মাহমুদ (পররাষ্ট্রমন্ত্রী) ও মহিবুল হাসান চৌধুরীকে (শিক্ষামন্ত্রী) অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কয়েকটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার এই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজ বুধবার কয়েকটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞাপন দেয়া হয়েছে।

বিষয়টি নজরে আসলে বিশ্ববিদ্যালয়গুলোর তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)এই ব্যয় কোন খাত থেকে হয়েছে তা জানতে চেয়েছে। এক চিঠিতে ইউজিসি বলছে, এই বিজ্ঞাপন কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এই ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তার তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রেরণের অনুরোধ করেছে ইউজিসি।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. গোলাম দস্তগীর স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ করা হয়েছে।

এদিকে চবি ভিসির অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় বলা হয়, “বীর চট্টলার দুই কৃতী সন্তান ড. হাছান মাহমুদ এমপিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপিকে শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করায় করায় বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের সুযোগ্য নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১’ রূপকল্প বাস্তবায়নের পথে বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।”

এদিকে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এভাবে দুই মন্ত্রীকে অভিনন্দন জানানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চললে সমালোচনা। গোলাম মোর্তোজা নামে একজন ফেসবুকে লিখেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবহণ সংকট, আবাসন ঠিক নাই, খাবারের মান জঘন্য। আর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দের টাকায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে রাজনীতিবিদদের অভিনন্দন জানায়! কারা আমাদের উপাচার্য?

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এমন কোন খাত আছে কি না, জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আসলে বিষয়টি না দেখে আমি কিছু বলতে পারছি না। এটা আমার নজরে আসে নাই, আপনি বললেন তাই জানলাম। দুইদিন থেকে আমি ছুটিতে আছি এটা জানি না।

খোঁজ নিয়ে জানা গেছে, যে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে সেটার বিল এখনো আসেনি। বিল আসলে বিষয়টি জানা যাবে এটা কোন খাত থেকে ব্যয় করা হয়েছে।  

চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, আমরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি। তিনি তাঁর দোষ থেকে একটু আড়ালে যেতে এসব কিছু করছেন। কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এমন বিজ্ঞাপন বা এ জাতীয় কিছু করতে দেখিনি আগে। উপাচার্য তাঁর সমস্ত অপকর্মের সীমা পার করে ফেলেছেন।  

এ বিষয়ে চবি উপাচার্যের কাছে জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। এজন্য তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২০ জানুয়ারি ২০২৬
চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9