রাবির তিন গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষকরা

১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
রাবি শিক্ষক সমিতি ও শিক্ষক প্রতিনিধি অথরিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

রাবি শিক্ষক সমিতি ও শিক্ষক প্রতিনিধি অথরিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি ও শিক্ষক প্রতিনিধি অথরিটির (ডিন ও সিন্ডিকেট) তিনটি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (১৭ ডিসেম্বর) ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে এ ভোট গ্রহণ চলছে। 

ভোট গণনা শেষে সন্ধ্যায় শিক্ষক সমিতির ফলাফল ঘোষণা করবেন বর্তমান কমিটির কোষাধ্যক্ষ ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ এম এ ছালাম। অথরিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম। এবার শিক্ষক সমিতিতে নির্বাচনে এক হাজার ২৯ জন ভোটার ভোট দেবেন। ডিন-সিন্ডিকেটে ভোট প্রয়োগ করবেন ৯৬৪ জন শিক্ষক।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো হলো- মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল), বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সমর্থিত (সাদা প্যানেল)। নির্বাচনের বিষয়ে শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক অধ্যাপক সৈয়দ এম এ ছালাম বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। আশা করি, সবাই সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শিক্ষক সমিতির সভাপতি পদে হলুদ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন- প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সাদা প্যানেল থেকে সভাপতি পদপ্রার্থী হয়েছেন ফোকলোর বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন। হলুদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ওমর ফারুক সরকার প্রার্থী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. মো. সাবিরুজ্জামান সুজা। 

হলুদ প্যানেল থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী। এবার শিক্ষক সমিতিতে ১৫টি পদের বিপরীতে দু’টি প্যানেল থেকে ২৮ জন মনোনীত প্রার্থী এবং হলুদ প্যানেল থেকে দুজন স্বতন্ত্র প্রার্থী হয়ে মোট ৩০ জন নির্বাচন করছেন।

সিন্ডিকেট সদস্য নির্বাচনে হলুদ প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা হলেন, প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে এ. কে. এম. মাহমুদুল হক, অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের হাসান মাহমুদ, সহযোগী অধ্যাপক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের খালিদ বিন ফেরদৌস, সহকারী অধ্যাপক পদে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের রাকিবুল ইসলাম।

একই প্যানেল থেকে সিন্ডিকেট সদস্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে অধ্যাপক হাসনা হেনা, অধ্যাপক ক্যাটাগরিতে মাহমুদুর রহমান, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সোলাইমান চৌধুরী এবং সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে তানজিল ভূঞা।

সাদা প্যানেল থেকে মনোনীত সিন্ডিকেট সদস্য প্রার্থীরা হলেন, অধ্যাপক ক্যাটাগড়িতে ড. মো. সাইফুল ইসলাম ফারুকী, সহযোগী অধ্যাপক ক্যাটাগরী ড. মো. সামিউল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম।

আরো পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শুরু কাল, শর্ত নিয়ে যা জানা যাচ্ছে

ডিন নির্বাচনে হলুদ প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা হলেন- অধ্যাপক মিজানুর রহমান খান (কলা), অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ (আইন), অধ্যাপক নাসিমা আখতার (বিজ্ঞান), অধ্যাপক এ এস এম কামরুজ্জামান (বিজনেস স্টাডিজ), অধ্যাপক এস এম একরাম উল্লাহ (সামাজিক বিজ্ঞান), অধ্যাপক যুগল কুমার সরকার (কৃষি), অধ্যাপক বিমল কুমার প্রামাণিক (প্রকৌশল), অধ্যাপক মোস্তফা শরিফ আনোয়ার (চারুকলা), অধ্যাপক মজিবুল হক আজাদ খান (জীববিজ্ঞান), অধ্যাপক এ এইচ এম সেলিম রেজা (ভূ-বিজ্ঞান), অধ্যাপক আবদুস সামাদ (ফিসারিজ) ও অধ্যাপক জালাল উদ্দিন সরদার  ভেটেরেনারী সায়েন্স।

এদিকে ডিন পদে সাদা প্যানেলের মনোনীত প্রার্থীরা হলেন-  অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন (কলা অনুষদ), অধ্যাপক ড. মো. কাওছার আলী (কৃষি অনুষদ), অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান ( বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবীর ভূঁইয়া (প্রকৌশল অনুষদ), অধ্যাপক ড. এ.কে.এম. গোলাম রব্বানী মন্ডল (বিজনেস স্টাডিজ অনুষদ), অধ্যাপক ড. মো. গোলাম মোর্তুজা (জীববিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ (সামাজিক বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. খোন্দকার ইমামুল হক (ভূ-বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল (ফিশারীজ অনুষদ) ও  অধ্যাপক ড. খন্দকার মো. মোজাফফর হোসেন (ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ)।

হলুদ প্যানেল থেকে ডিন পদে স্বতন্ত্র প্রার্থীরা হলেন অধ্যাপক আমিনুল ইসলাম (সামাজিক বিজ্ঞান), অধ্যাপক রোকনুজ্জামান (প্রকৌশল), অধ্যাপক ফজলুল করিম (চারুকলা), অধ্যাপক রাইসুল ইসলাম (আইন)। সাদা প্যানেল থেকে ডিন পদে সতন্ত্র প্রার্থী অধ্যাপক ড. মো. আমিনুল হক, অধ্যাপক ড. মো. আরিফুর রহমান (কৃষি) ও অধ্যাপক মোহাম্মদ আলী (চারুকলা)।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9