স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে আমাদের অর্জন অনেক: চবি উপাচার্য

১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার

বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার © টিডিসি ফটো

‘স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে আমাদের অর্জন অনেক। চতুর্থ শিল্প বিপ্লবের এযুগে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে বাঙালি জাতি।বর্তমান নারীর ক্ষমতায়নসহ দেশের উনয়ন-অগ্রগতিতে নারীদের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য।’ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। 

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, দীর্ঘ নয় মাস প্রাণপণে লড়াই করার পর ১৯৭১ সালের এই দিনে আমরা নিজেদের স্বদেশ পেয়েছি। তাই এ বিজয়ের দিনটি আমাদের অনেক আনন্দের। আমরা যখন বিজয় দিবসের কথা চিন্তা করি তখন একজনের কথা মনে পড়ে। তিনি ছাত্র জীবন, কিশোর জীবন থেকেই নেতৃত্ব দিতেন। আমরা জানি বাঙালি কখনো স্বাধীন ছিলো না। তাদেরকে সব সময় শোষণ করা হয়েছে। বাঙালি সব সময় ছুটেছে স্বাধীনতার জন্য কিন্তু পারেনি। 

বঙ্গবন্ধুর হাত ধরে তার কন্যা স্বাধীনতার ৫২বছরে বাংলাদেশের অকল্পনীয় উন্নয়ন করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা আজ পদ্মা সেতু পেয়েছি। কক্সবাজারের মত জায়গায় ট্রেন চলছে। কর্ণফুলী নদীতে টানেল হয়েছে। আমরা আমাদের ভিশনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাদের দেশের উন্নয়নের অগ্রগতি সমুন্নত রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনার বিকল্প নেই।

এদিন সকাল ১০টায় স্বাধীনতা স্মারক ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে ১১টার দিকে স্বাধীনতা ভাষ্কর্য চত্ত্বর থেকে বঙ্গবন্ধু চত্ত্বর পর্যন্ত বিজয় র‍্যালি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্যসহ অতিথিরা। পরে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদের সভাপতিত্বে ও প্রক্টর ড. নুরুল আজিম শিকদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬