‘সবাই বিসিএস ক্যাডার হতে চায়, উদ্যোক্তা হতে চায় না কেউ’

১২ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
লোকপ্রশাসন বিভাগের নবীন বরণ ও ৩৮তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

লোকপ্রশাসন বিভাগের নবীন বরণ ও ৩৮তম ব্যাচের বিদায় অনুষ্ঠান © টিডিসি ফটো

সবাই বিসিএস ক্যাডার হতে চায়, কেউ উদ্যোক্তা হতে চায় না। পৃথিবীর কোনও দেশে সিভিল সার্ভিসে যাওয়ার জন্য এমন প্রতিযোগিতা নেই। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় সিভিল সার্ভিসের (বিসিএস) জন্য সবাই প্রতিযোগিতা করে। কারণ তারা মনে করে এখানে আসলে ক্ষমতা প্রদর্শন করা যায়, সম্মান পাওয়া যায়। এ ধরনের কালচার পৃথিবীর আর কোথাও নেই।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে লোকপ্রশাসন বিভাগের নবীন বরণ ও ৩৮তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।  

চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিরাজ রিহাম ও সাজেদা ইসফাত সামান্তার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। 

জাতীয় সংগীত পরিবেশনের পর কুরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে নবীনদের ফুল দিয়ে বরণ ও বিদায়ীদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোরশেদুল হক। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. ফারজানা নাসরিন, অধ্যাপক ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ, অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী, অধ্যাপক ড. সোনিয়া হক, অধ্যাপক হোসাইন কবির ও অধ্যাপক ড. আফরোজা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। এছাড়া সমাপনী বক্তব্য দেন লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ।

অধ্যাপক হোসাইন কবির বলেন, সবাই বিসিএস পরীক্ষা দিয়ে, রাজনীতিতে গিয়ে ক্ষমতাবান হতে চায়, অথচ নতুন কিছু উদ্ভাবন করতে চায় না। অথচ আমাদের দেশ ও জাতির জন্য অনেককিছু করার আছে। আমরা যদি লোকপ্রশাসন বিভাগকেই শেষ সীমানা মনে করি, তাহলে আমাদের ধারণা ভুল। আমরা বাউন্ডারি দিই যাতে বিশেষভাবে নিজেকে চিহ্নিত করা যায়। তবে মনে রাখতে হবে এখানেই আমাদের পড়াশোনা শেষ নয়। দুঃখজনক বিষয় হলো সবাই ক্যাডার হতে চায় কিন্তু কেউ উদ্যোক্তা, জ্ঞান, সৃজনশীল প্রজ্ঞাবান হতে চায় না। 

অধ্যাপক ড. আফরোজা বেগম বলেন, দীর্ঘ ৩৩ বছর আমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি। লোকপ্রশাসন বিভাগের মতো এমন বন্ধন আমি খুব কম দেখেছি। এ বন্ধন অটুট থাকুক। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের কর্মের ব্যাপ্তি শুধুমাত্র ক্যাডার সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। বরং তোমরা মানবিক মানুষ হয়ে তোমাদের কার্যক্রম চালিয়ে যাবে এই প্রত্যাশা আমাদের। 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, লোকপ্রশাসন বিভাগ যেসব কোর্স এবং ম্যাটেরিয়াল দ্বারা সাজানো হয়েছে আপনারা যদি সেটা যথাযথভাবে অধ্যয়ন করেন, আমার মনে হয় আপনাদের কেউ আটকাতে পারবে না। যারা আজকে বিদায় নিচ্ছেন, তাদেরকে বলবো- প্রশাসনের কাজ হলো মানুষকে সেবা প্রদান করা। মনে রাখতে হবে, আপনারা যেখানেই যাবেন, আপনাদের মূল লক্ষ্য হবে মানব সেবা। 

আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা। পরে আনন্দ শোভাযাত্রা, কালারফেস্ট ও ফ্লাশমব অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে। দুপুরের মধ্যহ্নভোজ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ উদ্‌যাপন।

৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9