মুখোমুখি দুই ট্রেন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল চবির শাটল
- চবি প্রদায়ক
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহরগামী শাটল ট্রেন ও চট্টগ্রামের নাজিরহাটগামী ট্রেন একই লাইনে চলে আসায় মুখামুখি সংঘর্ষ হওয়া থেকে একটুর জন্য রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রামের ফতেয়াবাদ রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে ৯টার শহরগামী শাটল ট্রেন ও নাজিরহাটগামী ডেমু ট্রেন স্টেশন ক্রস করার সময় ভুল করে একই লাইনে উঠে গেলে এই মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ঘটনাটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার জানান, ক্রসিং ভুল করে দুটি ট্রেন একই লাইনে ঢুকে পড়েছিল। তবে মুখোমুখি আসার পরপরই চালকরা ট্রেন দুটি দুরত্ব রেখেই বন্ধ করে দেয়। বড় এক সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটি।
ফতেয়াবাদ স্টেশন মাস্টার নাহিদা খাতুন বলেন, পয়েন্টম্যানের ভুলের কারণে মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়েছিল। কিন্তু সে নিজেই আবার ট্রেন দুটি থামিয়েছে। ফলে বড় ধরনের সংঘর্ষ এড়ানো গিয়েছে।