টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৩

১৬ নভেম্বর ২০২৩, ১২:০৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়েছে

আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়েছে © সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরবর্তীতে মোটরসাইকেলযোগে পালানোর সময় তিনজন সন্দেহভাজনকে আটক করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে তাদের গণপিটুনি দিয়ে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে। সন্দেহভাজন আটক তিনজন হলেন- নূর মোহাম্মদ শিকদার (২৩), বখতিয়ার চৌধুরী শাহিন (২৭) ও রুবেল। তবে, প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

জানা যায়, রাত ১০টার দিকে পাঁচটি ককটেল বিস্ফোরণের পর দুইটি মোটরসাইকেলে চেপে চারজন বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পালানোর চেষ্টা করলে সেসময় সময় রাস্তায় পড়ে যায় তারা। এসময় আশপাশে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মধ্যে তিনজনকে ধরে বেধড়ক মারতে থাকে। 

একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এসময় তাদের ছাড়াতে চাইলে পুলিশের সামনেই মারধর করতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনাস্থলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও উপস্থিত ছিলেন। এরপর পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, আমাদের টিম সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে। এখন পর্যন্ত কারও পরিচয় শনাক্ত করা যায়নি। তবে শিগগিরই সেটি শনাক্ত করা হবে। শাহবাগ থানায় বলে দেওয়া হয়েছে, তারা পরিচয় জানতে পারলে তাৎক্ষণিকভাবে আমাদের বিষয়টি অবহিত করবে।

কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬