সততা, দক্ষতা ও আত্মবিশ্বাসকে সম্বল করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে: ঢাবি উপাচার্য

০৪ অক্টোবর ২০২৩, ০৮:৫২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’-এর অফিস উদ্বোধন করছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’-এর অফিস উদ্বোধন করছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সততা, দক্ষতা ও আত্মবিশ্বাসকে সম্বল করে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে। সকল প্রতিকূলতা, বৈরী পরিবেশ ও সীমাবদ্ধতা মোকাবেলা করে উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। বুধবার (০৪ অক্টোবর) ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’-এর অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

উদ্বোধনের পর ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’-এর সাথে ৪টি কর্পোরেট প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে—ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), সীমান্ত ব্যাংক লিমিটেড, এক্সপো হোল্ডিংস্ (বিডি) লিমিটেড এবং এসইবিপিও সার্ভিকইঞ্জিন লিমিটেড।

এসব সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’-এর উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহ এবং ডিপিডিসি’র পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মহিউল আলম, সীমান্ত ব্যাংক লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও রফিকুল ইসলাম, এক্সপো হোল্ডিংস্ (বিডি) লিমিটেডের পক্ষে ডিরেক্টর এন্ড সিইও এম এইচ খুশরু এফসিএ এবং এসইবিপিও সার্ভিকইঞ্জিন লিমিটেডের পক্ষে এইচআর ম্যানেজার আবুবকর সিদ্দিক। এসময় ডিপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর বিকাশ দেওয়ান, এসইবিপিও সার্ভিকইঞ্জিন লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার রাইহানুল ইসলাম, বিশ^বিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাবিতে খেলোয়াড় কোটায় ৬০ শিক্ষার্থীর ভর্তি অনুমোদন

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই  সমঝোতা স্মারকের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাস্ট্রি-একাডেমিয়া সম্পর্কের নতুন দ্বার উন্মোচন হলো। এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রশিক্ষণ প্রদান, খন্ডকালীন কাজের সুযোগসহ বিভিন্ন ধরনের সহায়তা দেয়ার অঙ্গীকার করায় তিনি কর্পোরেট প্রতিষ্ঠানসমূহকে আন্তরিক ধন্যবাদ জানান।

উপাচার্য আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’-এর কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদেরকে নিয়োগযোগ্য করে গড়ে তুলতে সক্ষম হবে। হতাশা, উদ্বেগ ও উৎকন্ঠা দূর করে প্রবল আত্মবিশ্বাস, সততা, সাহস ও আন্তরিকতা নিয়ে দক্ষ ও অভিজ্ঞ হিসেবে গড়ে উঠতে এই ইউনিট থেকে প্রশিক্ষণ গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি উপাচার্য আহ্বান জানান।

উল্লেখ্য, ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’-এর অফিস উদ্বোধন ও সমঝোতা স্মারক স্বাক্ষরের পর অফিসকক্ষেই শিক্ষার্থীদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্বকাপ খেলা নিয়ে ‘নিশ্চিত না’ লিটনও
  • ২০ জানুয়ারি ২০২৬
নবম পে-স্কেলে সব গ্রেডে বাড়ি ভাড়া বাড়ছে না
  • ২০ জানুয়ারি ২০২৬
এমপি প্রার্থীকে শোকজ নিয়ে যা বলছেন জামায়াতপন্থী চিকিৎসকরা
  • ২০ জানুয়ারি ২০২৬
কত নম্বর পেয়ে ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হলেন তারা
  • ২০ জানুয়ারি ২০২৬
আরেকবার যুবক হয়ে লড়তে হবে: জামায়াত আমির
  • ২০ জানুয়ারি ২০২৬
পিএসসির গাড়িচালক আবেদ আলীর ছেলে দুদকের হাতে গ্রেপ্তার
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9