হাসপাতালে বসে পরীক্ষা দিলেন মারধরের শিকার চবি সাংবাদিক 

মোশাররফ শাহ
মোশাররফ শাহ  © সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার হয়ে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিলেন প্রথম আলোর চবি প্রতিনিধি মোশাররফ শাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য। 

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) অসুস্থ অবস্থায় পরীক্ষায় বসেন তিনি।

আরও পড়ুন: ফের ঢাবিমুখী ছাত্রদল, এগুচ্ছে খণ্ড কর্মসূচীতে

এর আগে গত রোববার শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসির কর্মীদের হাতে মারধরের শিকার হন তিনি। এসময় তার কানের পর্দা ফেটে যায় এবং কপালে গভীর ক্ষত হওয়ার কারণে হাসপাতালে নেওয়ার পর ৪টা সেলাই দেওয়া হয়। যেহেতু স্নাতক শেষ বর্ষের পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা তাই হওয়ায় তাকে হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এবিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মোশাররফ শাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমন পরিস্থিতিতে পড়বো এটা তো কখনও ভাবি নাই। পরীক্ষার হলে না বসে হাসপাতালে পরীক্ষা দিতে হচ্ছে। তাই শারীরিক ভাবে অসুস্থর পাশাপাশি মানসিক ভাবেও একট চাপ ছিলো। তবে এখন ঠিকঠাক মতো পরীক্ষা দিতে পেরেছি। 

 


সর্বশেষ সংবাদ