ভারী বর্ষণে জলাবদ্ধতা হাবিপ্রবিতে, এর মধ্যেই চলছে ক্লাস-পরীক্ষা

হাবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে রয়েছে পানি
হাবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে রয়েছে পানি  © টিডিসি ফটো

টনা তিনদিনের ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। ক্যাম্পাসের স্থানে স্থানে পানি জমে রয়েছে। স্কুল মাঠ, শহীদ মিনার এলাকা প্লাবিত হয়েছে পানিতে। এরমধ্যেই চলছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, ভারী বর্ষণ শুরু হওয়ার পর পুরো সময় সাপ্তাহিক ছুটিই ছিলো। কিন্তু আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় রুটিন অনুযায়ী পরীক্ষায় বসতে হচ্ছে। আজকের ল্যাব পরীক্ষা রয়েছে। স্থানে স্থানে পানি জমে আছে। এমন আবহাওয়ায় ক্লাস পরীক্ষায় উপস্থিত হওয়া দুঃসাধ্য ব্যাপার।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মুসলিফা ইয়াসমিন বলেন, বিশ্ববিদ্যালয় হতে জেলা শহরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। শহরের শিক্ষার্থীদের এ ভারী বর্ষণে ক্লাসে আসতে খুব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেকের জরুরি কাজ আছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে যেতেই হচ্ছে। এমন বৈরী আবহাওয়ায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই চলাফেরা করা কষ্টকর হয়ে পড়েছে।

আরো পড়ুন: পরীক্ষার ফরম পূরণ প্রক্রিয়ায় এখনো ‘প্রাচীন যুগে’ বাকৃবি

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, ফাইনাল পরীক্ষাগুলোর বিষয়ে অফিসিয়ালি সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে আকস্মিক বৈরি আবহাওয়ার কারণে তৎক্ষণাৎ বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া যায় না।

তিনি বলেন, আপাতত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ পরীক্ষা বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আবহাওয়া এরকম থাকলে আমরা এ বিষয়ে আলোচনা করব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence