ক্যাম্পাসের রিকশা চালকদের পাশে জাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রিকশা চালকদের মাঝে রেইনকোট বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ। বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাঙ্গণে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে এই রেইনকোট বিতরণ কর্মসূচি পালিত হয়।
এসময়, ছাত্রলীগের এই উদ্যোগে বৈরি আবহাওয়াতেও নির্বিঘ্নে রিকশা চালাতে পারবে বলে আনন্দ অনুভুতি প্রকাশ করেন রিকশাচালকরা।
রিকশা চালক ইসমাইল হোসেন বলেন, বৃষ্টির মধ্যে রিকশা চালাইতে অনেক কষ্ট হয়, রেইনকোট কেনার টাকাও ছিলো না। ভাইদের দেওয়া রেইনকোট পইরা রিকশা চালাইতে পারমু, আগের থেকে কষ্ট কম হইবো।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, আমাদের ক্যাম্পাসে যারা রিকশা চালায় এরা আমাদের শিক্ষার্থীদের জন্যই কষ্ট করে। অনেক দিন ধরে দেখছি অনেক অসহায় রিকশা চালক বৃষ্টিতে ভিজে রিকশা চালায়। এজন্য মানবিক দিক বিবেচনা করে আমরা বঙ্গবন্ধু হল ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও আমরা সবার জন্য এমন ভালো কাজ অব্যাহত রাখতে চাই।