চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে না দেওয়ায় চারুকলার ফটকে তালা

১৩ আগস্ট ২০২৩, ০৫:৩৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
চারুকলায় তালা দেওয়ার পর সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে

চারুকলায় তালা দেওয়ার পর সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে © টিডিসি ফটো

শ্রেণি কার্যক্রমে উপস্থিতির হার কম দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের ছয়জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়নি কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের চারুকলার ফটকে তালা ঝুলিয়ে ক্যাম্পাস অবরোধ করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। 

রোববার (১৩ আগস্ট) সকালে এ ঘটনার পর চট্টগ্রাম নগরীর বাদশাহ মিয়া রোড সংলগ্ন চারুকলা ক্যাম্পাস কার্যত অচল হয়ে পড়ে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে তালা খুলে দেওয়া হয়। পাশাপাশি রোববারের দ্বিতীয় বর্ষের অনুষ্ঠিতব্য পরীক্ষাটি স্থগিত করে কর্তৃপক্ষ।

এদিন সকাল থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সেখানে ৬ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলে শিক্ষার্থীরা জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, চারুকলা স্থানান্তর আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, কম উপস্থিতির কারণ দেখিয়ে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া তাদের দাবি অনুযায়ী, ক্যান্টিন চালু ও ক্যাম্পাসের ভেতর থেকে শিক্ষক ক্লাব এখনো অপসারণ করা হয়নি। তাই এসব বিষয়ে দাবি আদায়ের জন্য তারা ফটকে তালা দিয়েছেন। 

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুর ইকবাল সানি বলেন, ‘আমরা যারা চারুকলা স্থানান্তর আন্দোলনের অগ্রভাগে ছিলাম, শিক্ষকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে তর্ক-বিতর্ক করেছিলাম, এখন তাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে দেখানো হচ্ছে আমাদের উপস্থিতির হার কম। কিন্তু সেটি হওয়ার কথা নয়। এ জন্য আমরা তালা দিয়েছি।’

এ বিষয়ে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুফিয়া বেগমকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ‘কিছু শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ফটকে তালা দিয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাদের বিষয়ে ইনস্টিটিউটের একাডেমিক কমিটি সিদ্ধান্ত নেবে।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬