ঢাবিতে সদ্য ভর্তি শিক্ষার্থীদের আনুষঙ্গিক কাজ ৩ দিনে, ক্লাস ১৬ আগস্ট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৯:২১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৩, ০৯:২১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের বিষয়সমূহে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষঙ্গিক অন্যান্য কাজ সম্পন্ন করতে তিনদিন সময় দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ১৬ থেকে ক্লাসসহ অন্যান্য দাপ্তরিক কাজ করতে বলা হয়েছে। পঞ্চম বিষয় মনোনয়নপ্রাপ্তদের ভর্তি আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীকে ২/৩ দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে অফিস চলাকালীন সময়ে সশরীরে হাজির হয়ে কাজ করতে হয়। শিক্ষার্থীদের আগামী ১০, ১৩ অথবা ১৪ তারিখে বিভাগ/ইনস্টিটিউটে সশরীরে হাজির হয়ে কাজ শুরু করতে হবে। তারা ১৬ তারিখ থেকে ক্লাশে অংশগ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর সমূহের কাজ করবে।
ইউনিট অফিস কর্তৃক হল মনোনয়ন প্রদান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও অন্যান্য ফি দেয়ার অপশন অনলাইনে পাওয়া যাবে। বর্তমানে হল মনোনয়ন ইউনিট অফিসসমূহে প্রক্রিয়াধীন রয়েছে। বড় ইউনিটসমূহে হল মনোনয়ন প্রদানে ১-২ দিন প্রয়োজন হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইটের বিষয় মনোনয়য়ন পাতায় হল মনোনয়ন দেখতে পেলে টাকা জমা দিতে পারবেন।
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে সকল ইউনিটে ভর্তির পঞ্চম মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। শিক্ষার্থীরা পঞ্চম মনোনয়নে প্রাপ্ত বিষয়ের নাম দেখতে পাওয়া পাচ্ছে। বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ১০ আগস্ট শুরু হবে। শিক্ষার্থীদের ১৪ আগস্টের মধ্যে ভর্তি হতে হবে। ভর্তির জন্য মনোনীত বিভাগ/ইনস্টিটিউটে আসার পূর্বে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল ফি পরিশোধ করে রসিদ সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য যে, বিভাগ/হলের জন্য প্রযোজ্য আনুষঙ্গিক জামানত/ফি সমূহ স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট/হলে ভর্তির সময়ে সশরীরে হাজির হয়ে পরিশোধ করতে হবে।