চার শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর টনক নড়ল রাবি প্রশাসনের

২৪ জুলাই ২০২৩, ০৭:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাবির একটি হলে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চলছে

রাবির একটি হলে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চলছে © টিডিসি ফটো

ডেঙ্গু আতঙ্কে রয়েছে গোটা দেশের বাসিন্দারা। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে এ রোগের সংক্রমণ ও মৃত্যু। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আবাসিক হলগুলোতে জ্বর নিয়ে কাতরাচ্ছেন অনেকে। ডেঙ্গুর এমন পরিস্থিতিতে অবশেষে ‘ঘুম ভেঙেছে’ বিশ্ববিদ্যালয় প্রশাসনের। 

গত শুক্রবার (২১ জুলাই) থেকে ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনে কার্যক্রম শুরু করেছে প্রশাসন। ফগার মেশিনের মাধ্যমে ক্যাম্পাসের হলসহ বিভিন্ন ড্রেনে মশা ও লার্ভা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ ও ঝোপ-জঙ্গল পরিষ্কারের কাজ চলছে। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

প্রথম দিন শুক্রবার বেগম রোকেয়া হল, রহমতুন্নেসা হল ও তাপসী রাবেয়া হলে মশা ও লার্ভা নিধনের ওষুধ ছিটানো হয়েছে। পরদিন শনিবার মন্নুজান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ও বেগম খালেদা জিয়া হলে এবং রোববার শেরে বাংলা ফজলুল হক হল, মতিহার হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ওষুধ ছিটানো হয়েছে।

আজ সোমবার (২৪ জুলাই) শাহ মখদুম হল, সৈয়দ আমীর আলী হল ও নবাব আব্দুল লতিফ হলে মশা ও লার্ভা নিধনের ওষুধ ছিটানো হয়। আগামীকাল মঙ্গলবার (২৫ জুলাই) শহীদ মীর আবদুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরি, শহীদ শামসুজ্জোহা হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং পরদিন অবশিষ্ট শহীদ জিয়াউর রহমান হল ও শহীদ হবিবুর রহমান হলে মশা ও লার্ভা নিধনের ওষুধ ছিটানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬