ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের সাক্ষাৎকার আজ, ডাক পেলেন কতজন?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৮:২৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৩, ০৮:৩৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে আজ রোববার (২৩ জুলাই)। নির্ধারিত মেধাক্রম অনুযায়ী অনুষদ ভবনের ডিন অফিসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। এক হাজার ১১৫ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলে আসন খালি বলে গণ্য হবে এবং অপেক্ষমান তালিকা হতে উক্ত আসন পূরণ করা হবে। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (ব্যবসায় শিক্ষা ইউনিট) প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন ডিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যবসায় শিক্ষা ইউনিটের সাক্ষাৎকারের জন্য অনুষদের ডিন অফিসে ব্যবসায় শিক্ষার ১ থেকে ৯১৫, মানবিকের ১ থেকে ৮০ এবং বিজ্ঞানের ১ থেকে ১২০ পর্যন্ত মেধাক্রমধারীদের ডাকা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সাক্ষাৎকার চলবে।
যেসব কাগজপত্র লাগবে-
১. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।
২. ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম (SIF) ও Subject Choice Form-এর শিক্ষার্থীর স্বাক্ষর ও মোবাইল নম্বরসহ এক কপি।
৩. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট।
৪. আগাম (১০০/৫০০ টাকা) পরিশোধের রশিদ (শিক্ষার্থীর স্বাক্ষরসহ)। সাক্ষাৎকারে মূল গ্রেডশিট জমা রাখা হবে। মূল গ্রেডশিট জমা দেয়ার পূর্বে অবশ্যই একাধিক ফটোকপি নিজের কাছে রাখতে হবে।
৫. উপরোক্ত মেধাক্রমের মধ্যে যারা বিভাগ মনোনয়ন পায়নি তাদের গ্রেডশিটও জমা নেয়া হবে। পরবর্তীতে মেধাক্রমানুসারে বিষয় বন্টনের পর কেউ বিভাগ না পেলে তারা সংশ্লিষ্ট ডিন অফিস হতে জমাকৃত গ্রেডশিট ফেরৎ নিয়ে যাবে।
৬. মুক্তিযোদ্ধা/উপজাতি/দলিত ও হরিজন/ওয়ার্ড/প্রতিবন্ধি কোটায় যারা মূল গ্রেডশিট জমা দিয়েছে তাদের পুনরায় সাক্ষাৎকারে আসার প্রয়োজন নেই।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।