চবি ফাইন্যান্স বিজনেস অ্যান্ড ডিবেটিং এসোসিয়েশনের নেতৃত্বে নুসরাত-আজমাঈন
- চবি প্রদায়ক
- প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৩:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ফাইন্যান্স বিজনেস অ্যান্ড ডিবেটিং এসোসিয়েশনের (সিইউএফবিডিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন নুসরাত জাহান নিসা ও সাধারণ সম্পাদক আজমাঈন বিন নজরুল।
শুক্রবার (২১ জুলাই) রাত ৮ টায় চট্টগ্রাম ক্লাবে সিইউএফবিডিএর বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
কমিটি অন্য সদস্যরা হলেন- রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার জাবির সাহাত, সহকারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার সাদিয়া আফরিন তিন্নি, কমিউনিকেশন ম্যানেজার জান্নাতুন নূর নাফিসা, সহকারী কমিউনিকেশন ম্যানেজার আরাফাত রহমান, ওরগানাইজিং অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজার বিষ্ণু দত্ত ও সহকারী অর্গানাইজিং ফাইন্যান্স ম্যানেজার শাহরিয়ার আদিব।
সধারণ সভায় আরও উপস্থিত ছিলেন ফাইন্যান্স বিভাগের সভাপতি এবং সিইউএফবিডিএর চীফ এডভাইজর অধ্যাপক ড. জান্নাত আরা পারভীন, সিইউএফবিডিএর ফাউন্ডিং মডারেটর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ডা. অনুপম দাশ গুপ্ত।