ইমেরিটাস অধ্যাপক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৬ শিক্ষক

১৬ জুলাই ২০২৩, ১০:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইমেরিটাস অধ্যাপক হওয়া ঢাবির ৬ অবসরপ্রাপ্ত শিক্ষক

ইমেরিটাস অধ্যাপক হওয়া ঢাবির ৬ অবসরপ্রাপ্ত শিক্ষক © সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬ জন প্রাক্তন শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক করা হয়েছে। রবিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর আগে গত শুক্রবার (১৪ জুলাই) তাদের নাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পাশ করা হয়।

ইমেরিটাস অধ্যাপকরা হলেন—বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান।

শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ্যাতিমান অধ্যাপকরা চাকরির নির্দিষ্ট বয়সসীমা ৬৫ বছর শেষ হওয়ার পর ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পান। ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষকরা ৭৬ বছর বয়স পর্যন্ত একজন অধ্যাপকের পূর্ণ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

এই ৬ জনের আগে গত তিন দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষক এই মর্যাদা পেয়েছেন। তারা হলেন-আবদুল জব্বার, সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, সুলতানা সারওয়াত আরা জামান, নাজমা চৌধুরী, আবদুল মতিন ও এ কে আজাদ চৌধুরী।

নতুন ৬ জনসহ ঢাবিতে বর্তমান ইমিরিটাস অধ্যাপকের সংখ্যা ৮ জন। বাকি দুজন হলেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। এর আগে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক এ কে আজাদ চৌধুরীসহ মোট ৭ জনকে ইমিরিটাস অধ্যাপকের মর্যাদা দিয়েছিলো ঢাবি প্রশাসন। এ নিয়ে সর্বমোট ঢাবির ইমিরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া অধ্যাপকের সংখ্যা ১৩ জন। 

ঢাবির ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম একজন লেখক, চিন্তক ও কথাসাহিত্যিক। অধ্যাপক খন্দকার বজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সিনেট ও সিন্ডিকেট সদস্য। তিনি বর্তমানে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান। 

অধ্যাপক আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। অধ্যাপক নজরুল ইসলাম একজন শিক্ষাবিদ, ভূগোলবিদ, নগর বিশেষজ্ঞ ও লেখক। চারুকলার অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক রফিকুন নবী একজন খ্যাতিমান চিত্রকর ও কার্টুনিস্ট। আর অধ্যাপক হাশেম খান একজন খ্যাতিমান চিত্রশিল্পী।

আমরা গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এই ছয় স্বনামধন্য অধ্যাপকের নাম প্রস্তাব করেছিলাম যা পাশও হয়েছিলো। আজ সিনেটে আয়োজিত সিন্ডিকেট সভায় এটি অনুমোদিত হয়—জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বদলে বিশ্বকাপে খেলতে আগ্রহী এক অপ্রত্যাশিত দল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়েছে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ
  • ২৮ জানুয়ারি ২০২৬
সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage