ঢাবিতে ‘ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ফর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

কর্মশালায় অতিথিবৃন্দ
কর্মশালায় অতিথিবৃন্দ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ফর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউট।

আজ শুক্রবার (১৪ জুলাই) এনার্জি ইনস্টিটিউটের সেমিনার কক্ষে কর্মশলাটির উদ্বোধন করা হয়।

জানা যায়, এনার্জি ইনস্টিটিউটের পরিচালক ড. এস এম নাফিসের সভাতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য মীর মুস্তাক আহমেদ রবি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি ভূতত্ত্ব বিভাগের অনারারি অধ্যাপক ড. বদরুল ইমাম, টিএআরএ ক্লাইমেট ফাউন্ডেশনের কান্ট্রি লীড মনোয়ার মোস্তফা এবং এনার্জি অ্যান্ড পাওয়ার-এর সম্পাদক মোল্লা এম. আমজাদ হোসেন।


সর্বশেষ সংবাদ