ঢাবির ইসলামের ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক আতাউর

অধ্যাপক ড. মো. আতাউর রহমান
অধ্যাপক ড. মো. আতাউর রহমান  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আতাউর রহমান। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী তাকে চেয়ারম্যান হিসেবে ফুল দিয়ে বরণ করে নেয়। 

আজ রবিবার (২ জুলাই ) সকালে বিভাগের সিনিয়র শিক্ষকদের উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়ার কাছ থেকে তিনি ৩ বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করেন। 

অধ্যাপক মো. আতাউর রহমান ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

অধ্যাপক মো. আতাউর রহমান বলেন, আমি আজকেই আমার দায়িত্বটি বুঝে পেলাম। আগামী তিন বছরের মধ্যে এ বছরে আমার কিছু পরিকল্পনা রয়েছে। প্রথমত, বর্তমানে যেই নতুন সিলেবার প্রণীত হয়েছে সে অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান সম্পন্ন করা। দ্বিতীয়ত, আমাদের বিভাগের ৭৫ বছর (প্লাটিনাম জুবিলী) পূর্তি হয়েছে গত ১লা জুলাই। আমি যত দ্রুত সম্ভব এই প্লাটিনাম জুবিলী উদযাপনের ব্যবস্থা করবো। তৃতীয়ত, আমি বিভাগে বিশ্ববিদ্যালয়ের নীতিমালার আলোকে প্রফেশনাল মাস্টার্স কোর্স চালুর ব্যবস্থা করবো। 

উল্লেখ্য, কলা অনুষদের একটি বিভাগ হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যাত্রা শুরু হয় ১৯৪৮ সালে। ১৯৪৮-৪৯ সেশনের মাস্টার্স (প্রিলিমিনারি) কোর্স ও পরের বছর মাস্টার্স শেষ পর্ব এবং ১৯৫০-৫১ সাল থেকে বিএ (সম্মান) ও সাবসিডিয়ারি কোর্সে পাঠদানের ব্যবস্থা শুরু হয়।  ২০০৬ ও ২০১২ সালে যথাক্রমে অনার্স ও মাস্টার্স পর্যায়ে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান চালু করা হয়। এছাড়া বিভাগে গবেষণামূলক এমফিল এবং পিএইচডি পর্যায়েও পাঠদান ব্যবস্থা চালু রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence