জাবি ভর্তি পরীক্ষার কেন্দ্র থেকে অভিনব কায়দায় মোবাইল চুরি

জাবির সমাজবিজ্ঞান ভবন
জাবির সমাজবিজ্ঞান ভবন  © টিডিসি ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইল জমা রাখার কথা বলে অভিনব কায়দায় তিন পরীক্ষার্থীর মোবাইল ফোন চুরি করে লাপাত্তা হয়েছে অজ্ঞাতনামা এক যুবক। আজ রবিবার (১৮ জুন) সি ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের ১২৯ ও ১৩৫নং কক্ষে এ ঘটনা ঘটে৷

ভুক্তভোগীদের ভাষ্যমতে, 'সি' ইউনিটের কলা ও মানবিকী অনুষদের ছাত্রীদের চতুর্থ শিফটের পরীক্ষা শুরু হয় দুপুর ১টা ৫০ মিনিটে। কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করা পরীক্ষার্থীরা কক্ষেই নাম রোল লিখে টেবিলের উপর মোবাইল রাখেন। তবে চতুর্থ শিফটের পরীক্ষা শুরুর পূর্বে ২৫-৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবক পরীক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া যাবে না বলে সেগুলো জমা দিতে বলেন। তিনজন পরীক্ষার্থী সরল বিশ্বাসে তার কাছে জমা দিলে তাদের তিনটি মোবাইল নিয়ে লাপাত্তা হয়ে যায় সে।

ভুক্তভোগী সামিয়া সুলতানা বলেন, আমি ঢাকার শান্তিবাগ থেকে পরীক্ষা দিতে এসেছি। আমার পরীক্ষা ছিল চতুর্থ শিফটে সমাজবিজ্ঞান ভবনের ১২৯ নম্বর রুমে৷ পরীক্ষা শুরুর আগেই তরুণ বয়সী এক লোক রুমে এসে ফোন জমা দিতে বলে৷ পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে থেকে ফোন নিয়ে যাওয়ার জন্য আশ্বস্ত করে৷ পরীক্ষা শেষে বাইরে এসে আমরা তার দেখা পাইনি।

আরেক ভুক্তভোগী আজমেরী রুমানা বলেন, লোকটির পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। ফরমাল পোশাকে পরিপাটি হয়ে থাকায় তাকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বা কর্মচারী বলেই মনে হয়েছে৷ আমরা বিশ্বাস করে তার কাছে ফোন জমা দিয়েছি৷

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্রের সমন্বয়ক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. আবদুল মান্নান।

তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করাই নিয়মের মধ্যে নয়। আমরা বারবার মোবাইল নিয়ে আসতে নিষেধ করি৷ তারপরও মোবাইল নিয়ে প্রবেশ করেছে৷ আমরা ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি৷ ভুক্তভোগী শিক্ষার্থীদের নাম-মোবাইল নাম্বার রেকর্ড করে রেখেছি৷ মোবাইল খুঁজে পেলে আমরা তাদের হাতে পৌঁছে দিব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence