চবির ‘বি’ ইউনিট: সেরা তিনজন কত নম্বর পেলেন

২৪ মে ২০২৩, ০৯:১২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি’ ইউনিটের ফলাফল মঙ্গলবার (২৩ মে) প্রকাশ হয়েছে। ১০২ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে ২০০৭৯৭ রোল নম্বরধারী শিক্ষার্থী।

দ্বিতীয় হওয়া শিক্ষার্থী পেয়েছেন ১০০ দশমিক ২৫ নম্বর। তার রোল নম্বর ২১৩৪৩৬। আর তৃতীয় হওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীর রোল নম্বর ২২৪৩১০। তিনি পেয়েছেন ৯৯ দশমিক ২৫ নম্বর।

এবার ভর্তি পরীক্ষায় ৭১ শতাংশ শিক্ষার্থীই পাস করতে পারেনি।  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে ফলাফল প্রকাশ হয়। ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়েছে বলে জানা গেছে।

এতে দেখা যায়, ‘বি’ ইউনিটে মাত্র ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। ইউনিটের সমন্বয়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মোহাম্মদ মাহবুবুল হক বলেন, পরীক্ষায় বৈধ ওএমআরের সংখ্যা ছিল ৪২ হাজার ১৯০টি। বাকি ওএমআর বিভিন্ন কারণে বাতিল হয়েছে। পাস করেছেন ১২ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী। ফেল করেছেন ২৯ হাজার ৪৩৫ জন।

এর আগে গত ১৮ মে (বৃহস্পতিবার সকাল-বিকাল) ও ১৯ মে (শুক্রবার সকাল) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হয়। ইউনিটটির এক হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫২ হাজার ৯৯৫ জন। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

২০ দশমিক ২৮ শতাংশ পরীক্ষার্থী আবেদন করেও পরীক্ষা দেননি। ‘বি’ ইউনিটে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এটি মোট শিক্ষার্থীর ৭৯ দশমিক ৭২ শতাংশ। ১০ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬