চবির ‘বি’ ইউনিট: ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করতে পারেনি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে। এতে ৭১ শতাংশ শিক্ষার্থীই পাস করতে পারেনি। মঙ্গলবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে ফলাফল প্রকাশ হয়।

এতে দেখা যায়, ‘বি’ ইউনিটে মাত্র ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। ইউনিটের সমন্বয়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মোহাম্মদ মাহবুবুল হক বলেন, পরীক্ষায় বৈধ ওএমআরের সংখ্যা ছিল ৪২ হাজার ১৯০টি। বাকি ওএমআর বিভিন্ন কারণে বাতিল হয়েছে। পাস করেছেন ১২ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী। ফেল করেছেন ২৯ হাজার ৪৩৫ জন।

এর আগে গত ১৮ মে (বৃহস্পতিবার সকাল-বিকাল) ও ১৯ মে (শুক্রবার সকাল) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হয়। ইউনিটটির এক হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫২ হাজার ৯৯৫ জন। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

২০ দশমিক ২৮ শতাংশ পরীক্ষার্থী আবেদন করেও পরীক্ষা দেননি। ‘বি’ ইউনিটে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এটি মোট শিক্ষার্থীর ৭৯ দশমিক ৭২ শতাংশ। ১০ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি।


সর্বশেষ সংবাদ