গুলিস্তানে ছিনতাইয়ের শিকার রাবি অধ্যাপক, ‘প্রতিকার’ না পেয়ে এলেন লাইভে

৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী

অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী স্ত্রীকে নিয়ে রাজধানীর গুলিস্তানে গোলাপশাহ মাজার রোড দিয়ে যাচ্ছিলেন। এমন সময় রিকশার পেছনের দিক থেকে ছিনতাইকারীরা তার স্ত্রীর গলায় থাকা সোনার চেইন নিয়ে পালিয়ে যায়। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় পল্টন থানায় অভিযোগ করেন ওই অধ্যাপক। কিন্তু পুলিশের ‘ইতিবাচক অগ্রগতি’ না পেয়ে আজ রবিবার বিকেলে তিনি একই স্থানে ফেসবুক লাইভে আসেন। ঈদের ছুটিতে তিনি পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করছেন।

আজ বিকেলে তিনি সাড়ে পাঁচ মিনিটের ফেসবুক লাইভ করেন। এতে তিনি উল্লেখ করেন, গোলাপশাহ মাজারের একদিকে সচিবালয়, একদিকে গুলিস্তান, অন্যদিকে পুরান ঢাকা। জায়গাটি সবচেয়ে নিরাপদ অঞ্চল হওয়ার কথা ছিল। মাত্র ১০ গজ দূরে পুলিশ বক্স। সেখানে শনিবার তিনি যখন স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, তখন এক ছিনতাইকারী তাঁর স্ত্রীর গলার চেইন নিয়ে চলে যায়। পাশে পুলিশের গাড়িতে তিনি সাহায্য চাইলেও পুলিশ তাঁকে কোনো সাহায্য করেননি।

ফেসবুক লাইভে অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, আমি যখন পুলিশের কাছে সাহায্য চাইলাম, পুলিশের একটি পিকআপ ছিল, অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে ছিল। তারা আমাকে বলল, “আপনার ছিনতাই কোন জায়গায় হয়েছে, স্পটটা দেখান।” তাদের চোখের সামনে ছিনতাইকারী দৌড়ে চলে গেল, তারা ছিনতাইকারী ধরার বদলে তারা পরীক্ষা-নিরীক্ষা করছে, কোন থানার অধীনে পড়েছে। পুলিশ বলছে, “ওটা পল্টন থানায় হয়েছে, আমরা দেখতে পারি না।” গোলাপশাহ মাজার একটা গোল্ডেন ট্রায়াঙ্গলের মতো, সেটা ক্রাইম ট্রায়াঙ্গলে পরিণত হয়েছে। তিন অঞ্চলের পুলিশ তারা কেউ কাজ করছে না। একজন আরেকজনকে দোষ দিচ্ছে।

অধ্যাপক আরও বলেন, আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার হাতে তো কোনো ক্ষমতা নাই। কাজেই আমি এখানে যখন পুলিশকে বললাম, একজন আমাকে বলছে, “আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি গাড়িতে কেন চলাচল করেননি। আপনি কেন রিকশায় চলাচল করেছেন।” আপনারা বলেন, আমরা কি গাড়িতে চলাচল করব? এ দেশের হাজার হাজার মানুষ রিকশা দিয়ে চলাচল করে। তাহলে তাদের নিরাপত্তা কে দেবে? আমার গাড়ি নাই জন্য কি আমার নিরাপত্তা থাকবে না। এখানে পুলিশ যে দাঁড়িয়ে আছে, তার কাজ কী? পিকআপে পুলিশ ছিল, তার কাজ কী?

পল্টন থানায় অভিযোগ দিয়েছেন জানিয়ে লাইভে ওই অধ্যাপক আরও বলেন, এ নিয়ে পল্টন থানায় তিনি অভিযোগ দিয়েছেন। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তারা কোনো যোগাযোগ করেনি। এই বাংলাদেশে নাগরিকদের সচেতনতা ছাড়া নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

নাগরিকদের জেগে ওঠার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, শনিবার তিনি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার স্ত্রী ভয়ে কুঁকড়ে গেছেন। এখানে যে পরিমাণ গাড়ি চলাচল করে, ছিনতাইকারীর আক্রমণে পড়ে গিয়ে অন্য গাড়ির নিচে চাপা পড়ার আশঙ্কা ছিল। তাঁর সৌভাগ্য, তার স্ত্রী রিকশা থেকে পড়ে যাননি।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া বলেন, উনাকে মামলা করার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু মামলা করবেন না বলে জানান। একজন সচেতন নাগরিক হয়ে উনি মামলা না করে লাইভ করেছেন। লাইভ করলে তো আইনে বলা নেই যে ঘটনার সমাধান হবে। আইনের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মামলা করলে তারা আইনগত ব্যবস্থা নেবেন।

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ায় ক্ষতির মুখে বাংলাদ…
  • ১১ জানুয়ারি ২০২৬
এবার একযোগে ১২ এনসিপি নেতার পদত্যাগ
  • ১১ জানুয়ারি ২০২৬
ছাত্রীকে যৌন নিপীড়ন: খুবি অধ্যাপককে দুই বছরের জন্য দায়িত্ব …
  • ১১ জানুয়ারি ২০২৬
মা সহ চার বছরের শিশুর মরদেহ উদ্ধার
  • ১১ জানুয়ারি ২০২৬
বিপিএলে ইতিহাস, একসঙ্গে জুটি গড়লেন বাবা-ছেলে
  • ১১ জানুয়ারি ২০২৬
নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9