ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৪:৩০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে এ কার্যক্রম শুরু হয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, ‘চ’ ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ করা যাচ্ছে। পরীক্ষার এক ঘণ্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি যুদ্ধ শুরু হবে।