শান্তির বারিধারার আহবানে ঢাবিতে মঙ্গল শোভাযাত্রা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ১০:৪৬ AM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৩, ১০:৪৬ AM
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। এ আয়োজন নির্বিঘ্ন করতে পাঁচ স্তরের কঠোর নিরাপত্তাবলয় রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ছিল এ ব্যবস্থায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিরাপত্তার বিভিন্ন ব্যবস্থা ছিল। এবারের প্রতিপাদ্য ‘বরিষ ধরার মাঝে শান্তির বারি’।
সকালে চারুকলা অনুষদ থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। অগ্রভাগে ছিল পুলিশের সোয়াত টিম। এরপর মোটরসাইকেলে র্যাবের দল। তাদের পেছনে ছিল ডিএমপির একটি দল। এরপর ছিলেন সাদা পোশাকে পুলিশ ও ডিবির সদস্যরা। এ ছাড়াও ড্রোন উড়িয়ে পুলিশ ও ডিবি শোভাযাত্রাস্থল ও আশপাশের জায়গা পর্যবেক্ষণে রেখেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, সহ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ ও অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেনের নেতৃত্বে ছিলেন বিপুলসংখ্যক মানুষ। পেছনে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া প্রবেশপথগুলোয় ছিল তল্লাশিচৌকি।
শোভাযাত্রাকে ঘিরে বৃহস্পতিবার থেকেই পুরো ক্যাম্পাস এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিকেল ৫টা থেকে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। শুক্রবার সকাল থেকে কাঁটাবন মোড় থেকে মৎসভবন পর্যন্ত যান চলাচল বন্ধ করা হয়েছে।