ঢাকা বিশ্ববিদ্যালয়

বৈধ সিট চান গণরুমের শিক্ষার্থীরা, গভীর রাতে ভিসি ভবনের সামনে বিক্ষোভ

  © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের প্রথম ও দ্বিতীয় বর্ষের গণরুমের শিক্ষার্থীরা রুমের (সিট) দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ কর্মসূচি করে।

জানা গেছে, প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা মূলত গণরুমবাসী। তারা দীর্ঘদিন দুটি রুমে প্রায় ৭৯/৮০ জন মানবেতর অবস্থায় জীবনযাপন করছিল। তারা সম্প্রতি সময়ে সিনিয়রদের কাছে আরেকটি রুম দাবি করে। কিন্তু সিনিয়ররা সেই দাবি অগ্রাহ্য করে। ফলে তারা রুম থেকে সবাই মিলে বেরিয়ে আসলে সিনিয়ররা রুমে তালা দেয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানায়, আমাদের একটি রুমে প্রায় ৪০ জনকে থাকতে হয়। এজন্য রাতে সঠিকভাবে ঘুমাতে পারি না। আমাদের অনেকেই মসজিদে ঘুমায়। রুমে চাপাচাপি করে ঘুমাতে হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বাসস্থানের মতো মৌলিক অধিকারটা পাচ্ছি না। এর চাপ পড়ছে তাদের পড়াশোনার উপর। গণরুম ব্যবস্থা আমাদের সুন্দর স্বপ্নগুলো ধ্বংস করে দিচ্ছে।


সর্বশেষ সংবাদ