‘নারীর স্বাধীনতা নিশ্চিতে পরিবারকে মুখ্য ভূমিকা পালন করতে হবে’

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
বঙ্গমাতা বক্তৃতামালার অনুষ্ঠানে ড. এ এস এম মাকসুদ কামাল

বঙ্গমাতা বক্তৃতামালার অনুষ্ঠানে ড. এ এস এম মাকসুদ কামাল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, উন্নত সমাজ বিনির্মাণে নারীদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিতে রাষ্ট্রের পাশাপাশি পরিবারকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। নারী সমাজের উন্নয়নে বিভিন্ন কুসংস্কার দূর করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষা জোরদার করতে হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর উদ্যোগে বঙ্গমাতা বক্তৃতামালার ২য় বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ঢাবিতে এক বছরে ছাত্রলীগের নির্যাতনের শিকার সাংবাদিকসহ ২৭ শিক্ষার্থী

অনুষ্ঠানে সেন্টারের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হকের সভাপতিত্বে অনুষ্ঠানে 'নারীর চয়নের ক্ষমতা ও কণ্ঠস্বর: বিশ্বপ্রেক্ষিত' শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর এবং দারিদ্র্য দূরীকরণ বিভাগের ভূতপূর্ব পরিচালক ড. সেলিম জাহান। এ আলোচনায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য আরমা দত্ত।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানাভাবে নারীর ক্ষমতায় হস্তক্ষেপ ও কন্ঠস্বর অবরুদ্ধ করা হচ্ছে। বাংলাদেশে এই চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে উল্লেখ করে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে নারী ক্ষমতায়ন ও নারী সমাজের উন্নয়নে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে।

শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নি…
  • ২৯ জানুয়ারি ২০২৬