‘একজন যশস্বী গবেষক জামাল নজরুল ইসলাম’

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
চবিতে জামাল নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে সেমিনার

চবিতে জামাল নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে সেমিনার © টিডিসি ফটো

একজন প্রচারবিমুখ ও নিভৃতচারী যশস্বী গবেষক ও বিজ্ঞানী ছিলেন জামাল নজরুল ইসলাম। বিজ্ঞানের অগ্রযাত্রায় জামাল নজরুল ইসলামের অবদান দেশমাতৃকার প্রতি টান ও কর্তব্যবোধের কারণে তিনি প্রবাসের বিলাসবহুল জীবন ছেড়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং দেশের মেধাবী শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ ও উৎসাহ দিতে কাজ শুরু করেন। জামাল নজরুল ইসলামের মতো স্বদেশপ্রেমের শিক্ষা নিয়ে দেশের তরে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি প্রয়াস জরুরি বলেছেন, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী।  

প্রখ্যাত বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে ‘রোল অব জামাল নজরুল ইসলাম অন দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) উদ্যোগে এ সেমিনার আয়োজিত হয়।

আরও পড়ুন: ছাত্রলীগের ‘টর্চার সেলে’ শিক্ষার্থীদের পাশাপাশি নির্যাতিত সাংবাদিকরাও 

সিইউএসএস’এর উপদেষ্টা ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আল ফোরকান বলেন, তিনি (জামাল নজরুল ইসলাম) শুধু গণিত আর মহাবিশ্ব নিয়ে গবেষণা করেছেন তা-ই নয়। জীবনের শেষ দিকে তিনি বাংলা ভাষাকে নিয়েও গাণিতিক গবেষণা শুরু করেছিলেন। কিন্তু খুব অল্প বয়সেই আমরা তাঁকে হারিয়ে ফেলেছি।’

সংগঠনটির সদস্য নাজনীন সুলতানা ও সাফিকা ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মিনহাজুর রহমান শিহাবের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা। 

অনুষ্ঠানে ‘বিজ্ঞানের অগ্রযাত্রায় জামাল নজরুল ইসলামের গবেষণা’ বিষয়ের উপর প্রবন্ধ লিখন ও ভিডিও বক্তৃতা উপস্থাপন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। একইসময়ে জামাল নজরুলের জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬