চবিতে প্রথম গবেষণা ও প্রকাশনা মেলা ২৭ ফেব্রুয়ারি

চবিতে প্রথম গবেষণা ও প্রকাশনা মেলা ২৭ ফেব্রুয়ারি
চবিতে প্রথম গবেষণা ও প্রকাশনা মেলা ২৭ ফেব্রুয়ারি  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা ও প্রকাশনা মেলা (রিসার্স ফেস্টিভ্যাল)। আগামী ২৭ ফেব্রুয়ারি (সোমবার) চট্টগ্রাম বিভাগের ও স্তরের গবেষকদের বিভিন্ন গবেষণাকর্ম ও গবেষণা চিত্র সর্ব-সাধারণের সামনে উপস্থাপন করা হবে। 

গবেষণার সংস্কৃতিকে জনপ্রিয় করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটিৃর (সিইউআরএইচএস) যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এবারের রিসার্স ফেস্টিভ্যাল। 

মেলায় গবেষণাকর্ম উপস্থাপন করবেন চট্টগ্রাম বিভাগের অর্ধশতাধিক প্রতিষ্ঠান, গবেষক দল ও বিভিন্ন ল্যাবরেটরি প্রতিষ্ঠান। মেলায় থাকবে সেরা গবেষক সম্মাননা, তরুণ গবেষক পুরস্কার, সেরা নারী গবেষক পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা। মেলায় উদ্ভাবন ও গবেষণা উপস্থাপন করবেন বিজ্ঞান, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, সমাজবিজ্ঞান, মানববিদ্যা, বাণিজ্য, পরিবেশ, সমুদ্রবিজ্ঞান সংশ্লিষ্ট গবেষকরা।


সর্বশেষ সংবাদ