১২ প্যাকেট গাঁজাসহ রাবির চার শিক্ষার্থী আটক

০৮ ডিসেম্বর ২০২২, ০৪:৩৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
১২ প্যাকেট গাঁজাসহ রাবি চার শিক্ষার্থী আটক

১২ প্যাকেট গাঁজাসহ রাবি চার শিক্ষার্থী আটক © টিডিসি ফটো

গাঁজা সেবনকালে ১২ প্যাকেট গাঁজাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষার্থীকে আটক করেছেন প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরের মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃত চার শিক্ষার্থী হলেন, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ, ফোকলোর বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক, একই বিভাগের আরেক শিক্ষার্থী সোহান খান। তারা সবাই ছাত্রলীগের হল পোস্টে আছেন বলে জানা গেছে। 

প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় প্রক্টরিয়াল টিম টহল পরিচালনা করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মডেল স্কুলের উত্তরপাশে কিছু শিক্ষার্থীকে গাঁজা সেবন করতে দেখেন প্রক্টরিয়াল টিম। এসময় তাদের কাছে গেলে একটি ব্যাগে ১২ প্যাকেট গাঁজা ও অন্যান্য নেশাজাত দ্রব্যসহ চার শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: অনেকে বিএনপিকে তেল মারছে, কত তেল আছে দেখব: শেখ হাসিনা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, আমাদের প্রক্টরিয়াল টিম প্রতিদিনের ন্যায় আজকেও তাদের পরিদর্শনে বের হয়। তখন পুরাতন শেখ রাসেল মাঠের উত্তর পাশ থেকে তাদের গাঁজাসহ আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে। তাদের কাছে ১২ প্যাকেট গাঁজা পাওয়া যায়। 

তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নে তিনি জানান, আটককৃত শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। পুলিশ রাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিব। 

এ বিষয়ে জানতে চাইলে নগরীর মতিহার থানার পরিদর্শক আনোয়ার আলী তুহিন বলেন, আমরা অভিযোগ ও জব্দকৃত মাদকদ্রব্য পেয়েছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আমাদের কাছে ২জন শিক্ষার্থীকে হস্তান্তর করা হয়েছে।

 

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬