দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে রাবিতে বিক্ষোভ

২৯ নভেম্বর ২০২২, ০৩:১১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে রাবিতে বিক্ষোভ

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে রাবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ২০২১ সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ঢাকা-রাজশাহী মহাসড়কের সামনে এ মানববন্ধন করেন তারা।

এসময় তারা ‘সেকেন্ড টাইম ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার’, ‘দাবি মোদের একটা সেকেন্ড টাইম বহাল চাই’, ‘সিলেকশন সিলেকশন বাতিল চাই’ এমনসব স্লোগানে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, করোনাকালে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা এটার ভুক্তভোগী। এই ক্ষতিপূরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার মাধ্যমে দিতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতি বাতিল করার দাবি জানান তারা। 

আরও পড়ুন: রাবিতে তৃতীয় ধাপে ভর্তির সময়সীমা বৃদ্ধি

মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ বলেন, করোনাকালীন ক্ষতি কাটিয়ে উঠতে ৫ বছর পর ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম চালু করে রাবি প্রশাসন। কিন্তু প্রকৃতপক্ষে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ব্যাচ থেকে ২০২১ সালের ব্যাচের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে আমাদের অধিকার কেন হরণ করবে প্রশাসন?

রেন্দ্র কলেজের আরেক শিক্ষার্থী খালেদ বলেন, করোনার ফলে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে আমাদের সাথে কেনএমন অবিচার করছেন প্রশাসন? সেকেন্ড টাইম ভিক্ষা নয়, এটা আমাদের ন্যায্য অধিকার। শিক্ষা জাতির মেরুদণ্ড হলে আমাদেরকে কেন সীমাবদ্ধ করে রাখা হচ্ছে? আমরা এসব অন্যায় সহ্য করবো না।

রাজশাহী কলেজের শিক্ষার্থী বাদশা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা হয়েছিল। ফলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে অনেকেই চান্স পেয়েছে। এতে আমাদের ভর্তি আসন সংখ্যা কমে যায়। এ কেমন অবিচার? আমরা চাই এবারও সেকেন্ড টাইম বহাল রাখা হোক। একইসঙ্গে সিলেকশন পদ্ধতিও বাতিল করতে হবে।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬