১৬ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের তালা

২৭ নভেম্বর ২০২২, ০৪:২৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
১৬ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের তালা

১৬ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের তালা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এফ রহমান হলের মূল গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। হল সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে ১৬ দফা দাবিতে আন্দোলনে রয়েছেন এসব শিক্ষার্থীরা। দাবি আদায়ে রবিবার (২৭ নভেম্বর) দুপুর দুইটায় তারা হল গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়।

আন্দোলনকারীরা জানান, ওয়াশরুম সংষ্কার, প্রতি ব্লকে ওয়াটার ফিল্টার, ডাইনিংয়ে লোকসংখ্যা এবং খাবারের মান বৃদ্ধি, আর্সেনিক মুক্ত পানি নিশ্চিত,ড্রেনেজ সিস্টেম সংষ্কার, মশা নিধনের ব্যবস্থা, হলের রুমের আসবাবপত্র সংষ্কার, মাঠ সংষ্কার, খেলার বিভিন্ন সরঞ্জাম এবং টেবিল টেনিস বোর্ডের ব্যবস্থা, ওয়াই-ফাই সমস্যার দ্রুত সমাধান, ইলেকট্রিক সমস্যা সমাধান, সময়মতো পত্রিকা সরবরাহ এবং হলের কর্মচারীদের দায়িত্ব পালন নিশ্চিত এবং সাপ নিধনে পদক্ষেপ গ্রহণ করতে তারা কাজ করছেন।

আরও পড়ুন: পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে: মেয়র আতিক

ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের মেহেদী হাসান মিঠুন বলেন, গত একমাস যাবৎ হলের প্রভোস্ট নেই। বিভিন্ন জানিয়েছি কর্তৃপক্ষকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷  দাবি পূরণ না হলে আন্দোলন চলমান থাকবে। 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া দ্যা ডেইল ক্যাম্পাসকে বলেন, হলের শিক্ষকরা এবং দুইজন সহকারী প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। আমরা তাদের দাবিগুলো শুনেছি। দাবিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি, শিক্ষার্থীরা হলের তালা খুলে দিয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সাতক্ষীরার তিন আসনে শক্ত অবস্থানে জামায়াত, একটিতে হাড্ডাহাড…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬