অশালীন আচরণ করায় শাস্তি পাচ্ছেন চবির ১০ কর্মচারী

২১ অক্টোবর ২০২২, ১০:৪১ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

অশালীন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ কর্মচারীর বিরুদ্ধে। এতে উপ-উপাচার্যের জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠানো হয়েছে। উপ-উপাচার্য দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোহা. আবদুল জাব্বারের স্বাক্ষর করা এক চিঠিতে ১০ কর্মচারীর নাম ও পদবি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে রেজিস্ট্রারকে।

চিঠিতে বলা হয়েছে, উপউপাচার্য দপ্তর গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। উপ-উপাচার্য সিন্ডিকেটের একজন সদস্য। গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভার ১০৫ নম্বর সিদ্ধান্ত জানার অজুহাতে তৃতীয় শ্রেণির কর্মচারীরা অনুমতি ছাড়া প্রবেশ করে অশালীন আচরণ, অঙ্গ ভঙ্গি প্রদর্শন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেন।

আরও উল্লেখ করা হয়, এতে উপউপাচার্যের জীবনের নিরাপত্তা ও দপ্তরের শৃঙ্খলা হুমকির সম্মুখীন হয়। দপ্তরের সিসিটিভি ক্যামেরায় যাবতীয় তথ্য সংরক্ষিত রয়েছে। সিন্ডিকেটের ৫৩৭তম সভার পরও অভিযুক্ত কর্মচারীরা এমন আচরণ করেন।

অভিযুক্ত ১০ কর্মচারী হলেন, খণ্ডকালীন শিক্ষক নিয়োগ শাখার ঊর্ধ্বতন সহকারী হাবিবুল বাশার শান্ত, রেজিস্ট্রার অফিসের জেনারেল শাখার ঊর্ধ্বতন সহকারী ওসমান গনি, বিশ্ববিদ্যালয় প্রেসের কম্পোজিটর গ্রেড-২ আলাউদ্দিন আলম, গ্রন্থাগার দপ্তরের উচ্চমান সহকারী ইব্রাহিম খলিল, জীব বিজ্ঞান অনুষদের ঊর্ধ্বতন সহকারী আরমান হেলালী, গ্রন্থাগার দপ্তরের বিলিওগ্রাফী কাজী তানজীম হোসেন, ফার্মেসি বিভাগের ঊর্ধ্বতন সহকারী সুকান্ত রুদ্র, প্রেসের কম্পোজিটর গ্রেড-১ মুস্তাফিজুর রহমান সিতাপ, মেডিকেল সেন্টারের উচ্চমান সহকারী তৌহিদুল ইসলাম জিমেল ও জাদুঘরের উচ্চমান সহকারী সাখাওয়াত হোসেন রায়হান।

আরো পড়ুন: ওবিই কারিকুলায় পড়তে হবে খুবির নতুন শিক্ষার্থীদের

এ বিষয়ে উপ-উপাচার্য দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোহা. আবদুল জাব্বার বলেন, উপউপাচার্য চিঠি পাঠাতে বলেছেন, আমি পাঠিয়েছি। এর বেশি বলতে পারব না। চিঠি পাঠানোর কথা স্বীকার করলেও চিঠি সাংবাদিকদের হাতে যাওয়ার কারণ জানতে চান উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। তিনি বলেন, ‘এটা অভ্যন্তরীণ বিষয়, সিন্ডিকেটে যাবে। এর আগে সাংবাদিকদের কাছে কীভাবে গেল? একপর্যায়ে তিনি সোর্স জানতে চান।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত কাজী তানজিম হোসেন বলেন, তাদের একটি দাবি ৩৩৭তম সিন্ডিকেটের ১৩০ নম্বর সিদ্ধান্তে পাস হয়েছে। অনার্স ও মাস্টার্স পাস করে যারা চাকরিতে যোগদান করেছেন তাঁদের ঊর্ধ্বতন সহকারী থেকে অফিসার হওয়ার ক্ষেত্রে চার থেকে তিন বছর ও এক বছর মেয়াদি সুবিধা দেওয়ার বিষয়ে এটি। সিন্ডিকেটে এটা নিশ্চিত করার কথা ছিল।তবে কেউ এর বিরোধিতা করেছে। এ বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। আর কিছুই হয়নি, কেউ খারাপ ব্যবহার করেনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, তিনি চিঠি পেয়েছেন। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬