ঢাবি উপাচার্যের কাছে ছাত্রলীগের ৩০ দফা দাবি

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৬ PM
উপচার্য বরাবর বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়  স্মারকলিপি প্রদান করছে

উপচার্য বরাবর বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়  স্মারকলিপি প্রদান করছে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ঢাবি উপাচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৩০ দফা দাবি সম্বলিত এই স্মারকলিপিটি পড়ে শোনান ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস। দাবীসমূহ বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় স্মারকলিপি প্রদান করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডেল্টা প্ল্যান-২১০০ ও চতুর্থ শিল্পবিপ্লব সফল করার লক্ষ্যে দক্ষ, আধুনিক, বৈশ্বিক প্রতিযোগিতা উপযোগী, গবেষণানির্ভর তারুণ্য গড়ার লক্ষ্যে উপচার্য বরাবর বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় স্মারকলিপি প্রদান করছে।

৩০ দফা দাবী গুলো হলো:  
১. ভর্তুকি ও রেশনিং এর মাধ্যমে আবাসিক হলগুলোর ক্যান্টিনে স্বল্পমূল্যে মানসম্মত ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা। 
২. প্রতিটি হলে আধুনিক প্রযুক্তির কম্পিউটার ল্যাব স্থাপন করা। 
৩. অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য বাস ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা। 
৪. যাবতীয় প্রশাসনিক ও দাপ্তরিক কর্মকাণ্ডে Automation (অটোমেশন) চালু করা, মোবাইল ব্যাংকিং এর ব্যবস্থা করা।
৫. “ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারপ্ল্যান' বাস্তবায়নের মাধ্যমে আবাসন সংকটের স্থায়ী সমাধান করা।
৬. বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মকাণ্ড বিস্তৃতিকরণে প্রয়োজনীয় প্রশাসনিক, অবকাঠামোগত ও অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি করা।
৭. পরীক্ষার ফলাফল জটিলতা শূণ্যে নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। 
৮. ক্যাম্পাসের সর্বত্র 'Student E-mail ID এর মাধ্যমে সকল শিক্ষার্থীকে উচ্চগতির ইন্টারনেট সুবিধা ওয়াইফাই নিশ্চিত করা।
৯. চতুর্থ শিল্পবিপ্লব সফল করতে একাধিক বিশেষায়িত ল্যাব যেমন- রোবটিক্স ল্যাব, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ল্যাব, অ্যাডভান্সড কম্পিউটিং ল্যাব, ডিএলএসআই ল্যাব স্থাপন।
১০. শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য স্বয়ংসম্পূর্ণ মেডিক্যাল সেন্টার নির্মাণ ও সুলভে প্রয়োজনীয় ওষুধ প্রাপ্তির লক্ষ্যে ফার্মেসি চালু করা।
১১. বিভাগীয় কারিকুলাম নিয়মিত হালনাগাদের মাধ্যমে যুগোপযোগী করা। 
১২. International Student Exchange Programme এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের মিথষ্ক্রিয়া বৃদ্ধি করা।
১৩. বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণীয় বৃত্তি ও সুবিধাসহ নিয়মিত 'আন্তর্জাতিক বিজ্ঞপ্তি' প্রদান করা।
১৪. আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের জ্ঞান ও চর্চাকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, লিংকড ইন পরিচালনা করা।
১৫. শিক্ষার্থীদের জন্য রিসার্চ প্রজেক্টে অনুদান নিশ্চিত করা।
১৬. আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য বাজেটে বরাদ্দ করা।
১৭. শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিট্যান্ট ও টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার নীতিমালা তৈরি করা।
১৮. আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা।
১৯. ২৪ ঘণ্টা কেন্দ্রীয় লাইব্রেরী কার্যক্রম নিশ্চিত করা ২০. মেয়েদের হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধি করা।
২১. শিক্ষার্থীদের 'সফট স্কিল' অর্জনের জন্য শর্ট কোর্স, সার্টিফিকেট কোর্স চালু করা।
২২. মেট্রোরেলে 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাস' চালু করা। 
২৩. মোকাররম ভবন, মোতাহার হোসেন ভবন ও কার্জনে ক্যান্টিন স্থাপন।
২৪. শিক্ষার্থীদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরির জন্য নিয়মিত 'স্টার্টাপ ফেস্টিভ্যাল' আয়োজন করা। 
২৫. অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য শিক্ষার্থীদের ক্যাম্পাসে পার্ট টাইম কাজের সুযোগ দেয়া। 
২৬. ক্যাম্পাসে যানবাহন ও ভ্রাম্যমাণ দোকান নিয়ন্ত্রণ করা।
২৭. পার্বত্য চট্টগ্রাম ও সমতলের নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য কালচারাল সেন্টার চালু করা।
২৮. সুইমিং পুল ও জিমনেশিয়ামে নারী শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা ও মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা।
২৯. উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের 'শিক্ষাঋণ নীতিমালা প্রণয়ন করা।
৩০. বার্ষিক শিক্ষা সমাপনী ও সাংস্কৃতিক উৎসব চালু করা। 

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9