কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসন ১০৭ শতাংশ শিক্ষার্থীর, অন্য প্রতিষ্ঠানে কত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন  © টিডিসি সম্পাদিত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় তিন লাখ শিক্ষার্থীর মধ্যে ৪০ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছেন। এর মধ্যে একটিতে ১০৭ শতাংশ সুবিধা রয়েছে। আর শতভাগ সুবিধা আছে দুটিতে। এর বাইরে শীর্ষস্থানীয় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা ৫০ শতাংশের নিচে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত ‘৫০তম বার্ষিক প্রতিবেদন-২০২৩’-এ এমন তথ্য উঠে এসেছে।

২০২৩ সালের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন নিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, ওই বছর ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল ২ লাখ ৯৬ হাজার ৬৯৬ জন। এর মধ্যে আবাসিক সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থী ১ লাখ ১৭ হাজার ৬৪৪ জন ছিলেন। অর্থাৎ শতকরা প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পেয়ে থাকেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৩ সালে ‘কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে’ ১০৭ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থীর আবসন সুবিধা ছিল। অর্থাৎ শিক্ষার্থীর চেয়ে বেশি আবাসিক হলের সিট রয়েছে। শতভাগ আবাসন রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষার্থী নর্থ সাউথে, কম কোনটিতে?

আবাসন সুবিধা আছে এমন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে কম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ৪ দশমিক ৪৪ শতাংশ। এ ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪.৯৪ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭ দশমিক ৩৪ শতাংশ রয়েছে। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একজনেরও আবাসন সুবিধা নেই।

দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪৩ দশমিক ৯৭, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪৬ দশমিক ৭১, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৫৩ দশমিক ০৩, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২১ দশমিক ৮৭ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৯৮ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থীর আবাসন সুবিধা রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence