বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস খোলার আবেদন গ্রহণ স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:০১ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:০১ PM
দেশে বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অথবা স্টাডি সেন্টার খোলার আবেদন গ্রহণ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের আবেদন না করার অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২০১৬ সালের ২৭ মার্চ (স্মারক নং-শিম/শাঃ১৭/১০এম.৩/২০০৮/১৯৯) এবং ২৯ নভেম্বর (স্মারক নং- শিম/শাঃ১৭/১০এম- ৩/২০০৮/৭২৩) শিক্ষা মন্ত্রণালয়, শাখা-১৭ কর্তৃক “বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অথবা Study Centre খোলার বিষয়টি আপাতত: স্থগিত রাখা সমীচীন হবে মর্মে পত্র জারি করা হয় এবং অদ্যাবধি উক্ত পত্রের নির্দেশনা বলবৎ রয়েছে।’’
আরও পড়ুন: ৪৫তম বিসিএসের সিলেবাস প্রকাশ
এমতাবস্থায়, ‘‘বাংলাদেশে বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অথবা Study Centre খোলার বিষয়ে কমিশনে আবেদন গ্রহণ ও এতদসংক্রান্ত কার্যক্রম আপাতত: স্থগিত রয়েছে।’’