ট্যুরিস্ট ভিসায় ভারতে ৩০ দিনের বেশি থাকা যাবে না

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী  © সংগৃহীত

ভারতে যেতে আগ্রহীদের জন্য ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি ঢাকা থেকে সড়ক পথে আখাউড়া হয়ে নিজ দেশে গিয়েছেন। 

এ সময় হাইকমিশনার জানান, এখনো করোনা সংক্রমণের ভয় আছে সব জায়গায়। সেকারণে ধীরে ধীরে এটি করা হচ্ছে। তবে, শিগগিই সড়ক ও রেলপথে ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ চালু করা হবে।

তিনি আরও জানান, ভারতীয় হাইকমিশন ৪ মাসের জন্য ভিসা প্রদান করলেও ভ্রমণকারী ভারতে একটানা ১ মাস অবস্থান করতে পারবেন।

যাত্রাকালে সস্ত্রীক হাইকমিশনারকে তখন স্বাগত জানান আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ।

উল্লেখ্য, গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ভারত সব ধরণের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছিল। এর পর গত অক্টোবরে ট্যুরিস্টদের জন্য ভ্রমণ উন্মুক্ত করার ঘোষণা দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


সর্বশেষ সংবাদ