বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার ১২ কৌশল

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা   © সংগৃহীত

১। কোচিং থেকে যেসব শিট দিয়েছে, তা ভালো করে শেষ করতে হবে।

২। মডেল টেস্ট নিজে নিজে সমাধান করতে না পারলে উত্তর দেখে বুঝে বুঝে সমাধান করবে। যেগুলো একেবারেই পারবে না বা কনফিউশনে থাকবে সেগুলো এড়িয়ে চলবে। সেগুলোর পিছনে অযথা মূল্যবান সময় নষ্ট করার দরকার নেই। কারণ ভর্তি পরীক্ষায় প্রশ্ন আহামরি কঠিন কিছু করে না।

৩। যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, সেই বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নব্যাংক থেকে প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা নিতে হবে এবং এগুলো থেকে বেশি বেশি করে প্রশ্ন সলভ করতে হবে।

৪। ঢাবি, জাবি, রাবি ও চবির প্রশ্নব্যাংক ব্যাখ্যাসহ অবশ্যই শেষ করতে হবে।

৫। প্রতিদিন বাসায় মডেল প্রশ্ন থেকে নিজে টাইম ধরে ধরে পরীক্ষা দিতে হবে।

৬। কতক্ষণ পড়েছো এটা বিষয় নয়, এ সময়ের মাঝে কি কি পড়ছো এটাই মূল বিষয়।

৭। যে সিরিজের বই কিনো না কেন, সেই সিরিজের চ্যাপ্টার ওয়াইজ যা আছে ও শর্টকাট টেকনিকগুলো যত তাড়াতাড়ি সম্ভব ভাল করে পড়ে শেষ করে ফেলবে।

৮। তোমাদের যে সকল ভাই-আপুরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের কাছে বেশি বেশি পরামর্শ নিবে।

৯। শরীরের প্রতি যত্ন নিতে হবে। যতদূর সম্ভব রোগ থেকে মুক্ত থাকা যায়। কারণ এখন অসুখ হলে অনেক সময় চলে যাবে। এখন তোমার কাছে একটা মিনিটের মূল্য অত্যধিক।

১০। ঘুম থেকে সকাল সকাল উঠে পড়বে, পারলে শেষ রাতে উঠে পড়তে বসবে। কারণ শেষ রাতে তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়।

১১। সকালে নামাজ পড়বে, অর্থাৎ যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করবে। প্রার্থনা করলে মন ভালো থাকে।

১২। আর সবসময় আল্লাহর উপর বিশ্বাস রেখো। কঠোর পরিশ্রম করো সফলতা আসবেই। শুভকামনা রইল।

লেখক: মো. মিজানুর রহমান

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence