ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণ করবেন যেভাবে

০৯ জুলাই ২০২২, ১২:১০ PM
মাংস সংরক্ষণ পদ্ধতি

মাংস সংরক্ষণ পদ্ধতি © ফাইল ফটো

কোরবানির ঈদে সবাই মাংস ভাগাভাগি, রান্না নিয়ে ব্যস্ত থাকেন। এরপর বাকী মাংসটা সংরক্ষণ করেন নিজেদের জন্য। বেশিরভাগ মানুষই আজকাল ফ্রিজে মাংস রেখে খান দীর্ঘদিন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ফ্রিজে মাংস রেখে খেলে এর পুষ্টিগুণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর রাখলেও ঠিক পদ্ধতিতে মাংস সংরক্ষণ করা উচিত। ফ্রিজ ছাড়াও এই ঈদে মাংস সংরক্ষণ করতে পারেন কয়েকটি পদ্ধতিতে। যেমন-

১. আগের দিনে যখন ফ্রিজ ছিল না তখন মাংস উচ্চ তাপমাত্রায় জ্বাল দিয়ে সংরক্ষণ করা হতো। চাইলে এখনও এই পদ্ধতিতে মাংস সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে ৬ ঘণ্টা পর পর মাংসটি জ্বাল দিতে হবে, না হলে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে।

২. মাংস রোদে শুকিয়েও সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। এজন্য মাংসগুলো মাঝারি আকারে কেটে নিন। তারপর ভালোভাবে ধুয়ে নিন। মাংসের সঙ্গে থাকা চর্বিগুলো কেটে ফেলুন।  এরপর মাংসের পানি নিংড়ে যথেষ্ট পরিমাণে লবণ ও হলুদ মাখিয়ে নিন। এরপর ডুবো পানিতে সেই মাংস কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। মাংস আধা সিদ্ধ হলে পানি ছেঁকে শিকে গেঁথে রোদে দিয়ে রাখুন। একটানা ৪-৭ দিন শুকিয়ে নিন। বাইরের ধুলোবালি থেকে মাংসগুলোকে বাঁচাতে পাতলা কাপড় পেঁচিয়ে দিতে পারেন। মাংস ভালোভাবে শুকালে এয়ারটাইট বক্সে সংরক্ষণ রাখুন। রান্নার সময় শুকনো এই মাংস হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে স্বাভাবিক নিয়মে রান্না করুন।

৩. লেবু ও লবণ দিয়েও মাংস সংরক্ষণ করা যায়। এক্ষেত্রে প্রথমে মাংসগুলো মাঝারি আকারে কেটে হালকাভাবে ছেঁচে নেন। এরপর লবণ ও লেবুর রসে ঘণ্টাখানেক ডুবিয়ে রাখুন। এভাবে মাংস কয়েকদিন পর্যন্ত ভালো রাখা যায়।

৪. মাংস ভেজে সংরক্ষণ করতে পারেন। এজন্য মাংস কেটে পরিষ্কার করে আদা বাটা, রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে মাংসটি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। এরপর গরম ডুবো তেলে মসলাসহ মাংসগুলো ভেজে নিয়ে তেল ছেঁকে সংরক্ষণ করুন। ডুবো তেলে মাংস সেদ্ধ করলে তা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এরপর একদিন পরপর মাংসগুলো উচ্চতাপে গরম করতে হবে। এভাবে মাংস ১৫-২০ দিন পর্যন্ত ভালো থাকবে।

৫. মাংস থেকে চর্বি বাদ দিয়ে ফালি করে কেটে নিন। লবণ ও হলুদ মাখিয়ে কড়া রোদে শুকান। ভালোভাবে শুকিয়ে গেলে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিন। মাঝে মাঝে বাটিটা রোদে দিতে পারেন। রান্নার আগে মাংস কুসুম গরম পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে তারপর রাঁধুন।

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোয়নপত্র স্থগিত
  • ১৭ জানুয়ারি ২০২৬
এনএসইউতে স্প্রিং সেমিস্টার-২০২৬ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৭ জানুয়ারি ২০২৬
মতলব উত্তরে জুয়ার জমজমাট আসন, বাড়ছে চুরি-ছিনতাই-ডাকাতি
  • ১৭ জানুয়ারি ২০২৬
গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করছে
  • ১৭ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9