প্রতীকী ছবি © টিডিসি ফটো
কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষতা বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্য নিয়ে একাধিক অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে, যার অনেকগুলোতেই বিনামূল্যে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এক কোটি কর্মীকে প্রশিক্ষণের আওতায় আনা। এই উদ্যোগকে ১৯৭১ সালে ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর দেশটির সবচেয়ে বড় দক্ষতা উন্নয়ন কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।
কোর্সগুলোতে এআই টুল ব্যবহারের মৌলিক কৌশল শেখানো হবে। এর মধ্যে রয়েছে— চ্যাটবটকে কার্যকরভাবে প্রশ্ন করার পদ্ধতি, প্রশাসনিক কাজে সহকারী হিসেবে এআই ব্যবহার, দ্রুত নোট নেওয়া, ইমেইলের খসড়া তৈরি এবং তথ্য সাজানো–গোছানোর কৌশল।
এই প্রশিক্ষণ কর্মসূচি তৈরিতে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলো যুক্ত রয়েছে। অ্যামাজন, গুগল ও মাইক্রোসফট এ উদ্যোগে সহায়তা করছে। মোট ১৪টি কোর্স সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা ভার্চুয়াল ব্যাজ পাবেন।
যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল বলেন, কর্মক্ষেত্রে এআই ব্যবহারে মানুষ যেন আত্মবিশ্বাসী হতে পারে— সেটাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, পরিবর্তন ঠেকানো সম্ভব নয়। তবে সেই পরিবর্তনের ফল কেমন হবে, তা নীতিনির্ধারণের ওপরই নির্ভর করে। ঝুঁকি থেকে মানুষকে সুরক্ষা দিয়ে এআইয়ের সুফল সবার কাছে পৌঁছে দিতে চায় সরকার।
তবে এই উদ্যোগ নিয়ে সমালোচনাও রয়েছে। ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ (আইপিপিআর) বলছে, শুধু চ্যাটবট ব্যবহার শেখানো যথেষ্ট নয়। কর্মীদের বিশ্লেষণী চিন্তা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও নেতৃত্বগুণও দরকার। পাশাপাশি এআই নিরাপদভাবে ব্যবহারের আত্মবিশ্বাস থাকতে হবে।
সংস্থাটির গবেষক রোয়া পাওয়েল বলেন, এআই যুগের প্রয়োজনীয় দক্ষতা ছোট আকারের টেকনিক্যাল কোর্সে সীমাবদ্ধ নয়। মানুষকে আরও বিস্তৃত দক্ষতার জন্য প্রস্তুত করতে হবে।
ব্রিটিশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে। তবে তাদের মতে, দায়িত্ব শুধু কর্মীদের নয়। প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়েও প্রযুক্তি বোঝার সক্ষমতা বাড়ানো জরুরি। বোর্ড পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদেরও এআই সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
কোর্সগুলোর সময়সীমা ভিন্ন ভিন্ন। কিছু কোর্স ২০ মিনিটের, আবার কিছু কয়েক ঘণ্টাব্যাপী। যুক্তরাজ্যের যে কোনো প্রাপ্তবয়স্ক এসব কোর্সে অংশ নিতে পারবেন।
এই উদ্যোগে সহায়তার আশ্বাস দিয়েছে বেশ কয়েকটি বড় সংস্থা। এর মধ্যে রয়েছে এনএইচএস, ব্রিটিশ চেম্বার্স অব কমার্স ও লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন। তারা তাদের কর্মী ও সদস্যদের প্রশিক্ষণে অংশ নিতে উৎসাহিত করবে। [সূত্র: বিবিসি]