দেশে অনিবন্ধিত নতুন ফোন বিক্রি, এনইআইআর চালুর পর যে ভয়াবহ তথ্য দিল সরকার

০২ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ PM
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব © ফাইল ছবি

দেশে মুঠোফোনের বৈধতা যাচাইয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর পর ভয়াবহ বাস্তবতা সামনে এসেছে। সরকার জানিয়েছে, বর্তমানে দেশের মুঠোফোন নেটওয়ার্কে লাখ লাখ ভুয়া ও ডুপ্লিকেট ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর সচল রয়েছে। তবে সরকার জনজীবনে বিঘ্ন এড়াতে এসব মুঠোফোন বন্ধ না করে ‘গ্রে’ হিসেবে ট্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব নিম্নমানের নকল মুঠোফোনের রেডিয়েশন টেস্টসহ কোনো নিরাপত্তা পরীক্ষা হয়নি। ফলে ব্যবহারকারীদের স্বাস্থ্য ও তথ্য নিরাপত্তা—দুটোই ঝুঁকিতে রয়েছে।

পোস্টে তিনি বলেন, এনইআইআর চালুর পরে ক্লোন ফোন নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে! নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ ভুয়া আইএমইআই নম্বর রয়েছে। যেমন “1111111111111”, “0000000000000”, “9999999999999” এবং এ ধরনের অনুরূপ প্যাটার্ন। তবে এই পর্যায়ে আমরা এসব আইএমইআই ব্লক করছি না। লাখ লাখ নাগরিক এসব নিম্নমানের নকল মুঠোফোন ব্যবহার করছেন। এসব মুঠোফোনের রেডিয়েশন টেস্টসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা টেস্ট হয়নি কখনও। চারটি মুঠোফোন অপারেটরের নেটওয়ার্কে ব্যাপকভাবে সচল এসব মুঠোফোন ছড়িয়ে রয়েছে। জনজীবনে অসুবিধা তৈরি হয় এমন কোনো পদক্ষেপে সরকার যাবে না। এসব মুঠোফোন বন্ধ করা হবে না, গ্রে হিসেবে ট্যাগ করা হবে।

তিনি আরও লেখেন, বিগত ১০ বছরের সর্বমোট সংখ্যা হিসেবে শুধুমাত্র একটি আইএমইআই নাম্বার 99999999999999 এ পাওয়া গেছে ৩ কোটি ৯১ লক্ষ ২২ হাজার ৫৩৪টি বিভিন্ন কম্বিনেশন (Document ID+MSISDN+IMEI)। স্মার্টফোনের পাশাপাশি এ ধরনের আইএমইআই বিভিন্ন IOT ডিভাইসেরও হতে পারে। যদিও অপারেটর মোবাইল ডিভাইস, সিম সংযুক্ত ডিভাইস এবং IOT ডিভাইসের আইএমইআই আলাদা করতে পারে না। যেমন হতে পারে, সিটিভ বা এ ধরনের ডিভাইস হয়ত একই আইএমইআই নম্বরে আনা হয়েছে। আমরা বৈধভাবে আমদানি করা IOT আমরা আলাদাভাবে ট্যাগের কাজ শুরু করেছি।  

ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, শীর্ষ কিছু আইএমইআই নম্বরের একটা তালিকা তৈরি করে দেখা যাচ্ছে যে, সাড়ে ১৯ লাখ ডিভাইসের আইএমইআই নাম্বার হচ্ছে 440015202000; যেগুলো ডুপ্লিকেট হিসাবে আনা হয়েছে। এভাবে-35227301738634 নাম্বারে সাড়ে সতেরো লাখ, 35275101952326 নাম্বারে সোয়া পনেরো লাখ শুধুমাত্র ১ ডিজিটের শূন্য আইএমইআই নাম্বারে আছে ৫ লাখ ৮৬ হাজার ৩৩১টি।  

‘‘নীচের সংখ্যাগুলো খেয়াল করলে ১ লক্ষের উপর নেটওয়ার্কে সচল আছে এরকম ফেক এবং ডুপ্লিকেট আইএমইআই দেখলে আপনি নিজেই চমকে উঠবেন। 440015202000 -> 1949088, 35227301738634 -> 1758848, 35275101952326 -> 1523571, 0 -> 586331, 35464802000025 -> 539648, 35868800000015 -> 532867, 86740002031661 -> 463017, 86740002031662 -> 413814, 13579024681122 -> 276907, 35210801000230 -> 213789, 15151515151515 -> 210037, 35975900251493 -> 194782, 35868800009385 -> 190393, 35505002098451 -> 168560, 35945478498188 -> 158556, 35464802000000 -> 150546, 35391902568013 -> 147065, 35973800955340 -> 127184, 35325905457468 -> 126596, 35968800000015 -> 124440, 35827311738634 -> 114781, 35448501567207 -> 114671, 86301402000005 -> 106314, 35411208064429 -> 103281’’

‘‘আমরা অনুমান করেছি যে ক্লোন ও নকল মুঠোফোনের ছড়াছড়ি আছে, তবে বুঝতে পারিনি ভয়াবহতা এতটা গভীর।’’

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের একটি প্রতিবেদন তুলে ধরে তিনি লেখেন, ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অনিবন্ধিত মুঠোফোনে। বিটিআরসি ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর যৌথ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে e-KYC জালিয়াতির ৮৫ শতাংশ ঘটেছিল অবৈধ মুঠোফোন, কিংবা পুনঃপ্রোগ্রাম করা হ্যান্ডসেট ব্যবহার করে। ২০২৩ সালে ১,৮ লাখ ফোন চুরির রিপোর্ট হয় (রিপোর্ট হয়নি এমন সংখ্যা আছে আরও কয়েক লক্ষ), এসব মুঠোফোনের অধিকাংশই উদ্ধার করা যায়নি।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশের নাগরিকদের এভাবে আন-অফিশিয়াল নতুন মুঠোফোনের নামে নকল মুঠোফোন বিক্রি করা হয়েছে, এমন প্রতারণা অভাবনীয়, নজিরবিহীন। এই চক্রের লাগাম টানা জরুরি।

নদীতে কুমিরের আতঙ্কে পদ্মার তীরের মানুষ
  • ১৪ জানুয়ারি ২০২৬
সীমান্তে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ
  • ১৪ জানুয়ারি ২০২৬
মাধ্যমিক পর্যায়ে ভোলার ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হামিদ পারভেজ
  • ১৪ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জবিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
  • ১৪ জানুয়ারি ২০২৬
ভাইরাল হওয়া ভুয়া ছবির ভিত্তিতে ছাত্রদল নেতা গ্রেফতার, অত:পর…
  • ১৪ জানুয়ারি ২০২৬
হাদি, সৌম্যদের হত্যার বিচার হতেই হবে: বিএনপি মহাসচিব
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9