ফেসবুক গ্রুপে নাম গোপন রেখে আলোচনায় অংশ নেওয়ার নতুন সুবিধা

২৭ নভেম্বর ২০২৫, ০৩:০০ AM
ফেসবুক

ফেসবুক © সংগৃহীত

ফেসবুক গ্রুপে এখন থেকে নিজের পরিচয় গোপন রেখে পরিচিত হওয়া আরও সহজ হলো। গ্রুপে যোগ হলো নতুন ‘নিকনেম’ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা বাস্তব নামের বদলে একটি আলাদা নাম ব্যবহার করে পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। এতে পরিচয় পুরোপুরি লুকিয়ে না রেখেও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা সম্ভব হবে।

মেটা জানায়, আগে গ্রুপে ‘অ্যানোনিমাস পোস্টিং’ সুবিধা থাকলেও তাতে ব্যবহারকারীকে চেনা যায় না—কে কী পোস্ট করছেন, তা বোঝা কঠিন ছিল। নতুন নিকনেম ফিচার সেই ঘাটতি পূরণ করবে। ব্যবহারকারীরা সহজে মনে রাখার মতো একটি আলাদা নাম বেছে নিতে পারবেন, যাতে গোপনীয়তাও থাকবে, আবার পরিচিতিও তৈরি হবে।

এটি ফেসবুকের দীর্ঘদিনের ‘রিয়েল নেম’ নীতির বাইরে একটি নতুন পদক্ষেপ। প্ল্যাটফর্মটি প্রথমে বাস্তব জীবনের সম্পর্ক কেন্দ্রিক হওয়ায় আসল নাম ব্যবহার বাধ্যতামূলক ছিল। কিন্তু গ্রুপ বড় হতে থাকায় এবং অচেনা মানুষের অংশগ্রহণ বাড়ায় গোপনীয়তার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে।

কোনো গ্রুপে নিকনেম সেট করলে সেই গ্রুপে ব্যবহারকারীর সব পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া ওই নিকনেমেই দেখাবে। গ্রুপের অন্য সদস্যরা আসল প্রোফাইল বা প্রোফাইল ছবি দেখতে পাবেন না। তবে গ্রুপ অ্যাডমিন, মডারেটর এবং ফেসবুক সিস্টেম ব্যবহারকারীর প্রকৃত পরিচয় দেখতে পারবে।

তবে সীমাবদ্ধতাও আছে। সদস্যরা গত সাত দিনের মন্তব্য, প্রতিক্রিয়া ও পোস্টের ইতিহাস ওই নিকনেমের ভিত্তিতে দেখতে পারবেন। ব্যবহারকারী চাইলে নিকনেম বদলাতে পারবেন, তবে দুই দিনে একবার। পরিবর্তন করলেই আগের সব পোস্ট ও মন্তব্যে নতুন নাম চলে আসবে।

ফেসবুক নিকনেম সাজেস্ট করলেও চাইলে ব্যবহারকারী নিজের মতো নাম বেছে নিতে পারবেন—শর্ত হলো নামটি কমিউনিটি স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং গ্রুপে আগে কেউ ব্যবহার না করে থাকতে হবে। নিকনেমের জন্য আলাদা প্রোফাইল ছবি বা রঙিন ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়ার সুযোগও থাকছে।

ফিচারটি ব্যবহার করতে নতুন পোস্ট দেওয়ার সময় ‘Post anonymously’–এর পাশের ‘Use nickname’ অপশন নির্বাচন করতে হবে। চাইলে যেকোনো সময় ব্যবহারকারী নিজের আসল নামেও ফিরে যেতে পারবেন।

তবে নিকনেম ব্যবহারকারীরা লাইভ ভিডিও, প্রাইভেট মেসেজিং বা কনটেন্ট শেয়ারের মতো কিছু ফিচার ব্যবহার করতে পারবেন না। অন্য সদস্যদের নিকনেম ব্লক করার সুযোগ অবশ্যই থাকবে।

নিখোঁজের পাঁচ দিন পর পানিতে মিলল স্কুলছাত্রীর লাশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ফাইল নিয়ে গেছেন সাবেক …
  • ১৮ জানুয়ারি ২০২৬
নবিপুত্রের সেঞ্চুরিতে শেষ ম্যাচে বিশাল পুঁজি নোয়াখালীর
  • ১৮ জানুয়ারি ২০২৬
শেরপুরে গলা টিপে কন্যাশিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক
  • ১৮ জানুয়ারি ২০২৬
‘আগামী সংসদ নির্বাচন অত্যন্ত, অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ২৬ জানুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9