যুক্তরাজ্যে চালু হচ্ছে বিজ্ঞাপনবিহীন ফেসবুক ও ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা যুক্তরাজ্যের ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করতে যাচ্ছে। ব্যবহারকারীরা নির্দিষ্ট মাসিক ফি দিয়ে বিজ্ঞাপনবিহীন অভিজ্ঞতা উপভোগ করতে পারবে।

এ সেবার জন্য ওয়েব ব্যবহারকারীদের মাসে প্রায় ৪৮৬ টাকা এবং মোবাইল ব্যবহারকারীদের প্রায় ৬৪৯ টাকা প্রদান করতে হবে। ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি একে অপরের সঙ্গে যুক্ত থাকে, তবে ব্যবহারকারী শুধু একবারের সাবস্ক্রিপশন ফি দিয়ে দুই প্ল্যাটফর্মে বিজ্ঞাপনবিহীন সংস্করণ ব্যবহার করতে পারবেন।

মেটা এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্যে ব্যবহারকারীদের দুইটি বিকল্প থাকবে—বিনামূল্যে সংস্করণে বিজ্ঞাপন দেখার মাধ্যমে প্ল্যাটফর্ম ব্যবহার করা অথবা মাসিক ফি দিয়ে বিজ্ঞাপনমুক্ত সংস্করণ ব্যবহার করা। নতুন এই সেবা ধাপে ধাপে চালু হবে এবং সাবস্ক্রিপশন না নেওয়া ব্যবহারকারীরা আগের মতোই বিজ্ঞাপন দেখতে থাকবেন।

এর আগে মেটা ইউরোপীয় ইউনিয়নেও একই ধরনের সাবস্ক্রিপশন সেবা চালু করেছিল। তবে ইউরোপীয় কমিশনের মতে, মেটা ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’ লঙ্ঘন করেছে, যার কারণে প্রতিষ্ঠানকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়। কমিশনের অভিযোগ ছিল, মেটা কম তথ্য ব্যবহার করে বিনা মূল্যের সংস্করণ চালু করতে পারলেও তা করেনি।

যুক্তরাজ্যের তথ্য অধিকার সংস্থা ইনফরমেশন কমিশনার অফিস (আইসিও) মেটার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। চলতি বছর আইসিও বলেছিল, ব্যবহারকারীদের উচিত তাঁদের তথ্য ব্যবহারের ক্ষেত্রে ‘অপ্ট আউট’ বা না বলার সুযোগ থাকা।

আইনজীবী গ্যারেথ ওলডেইল বলেন, মেটার সাবস্ক্রিপশন মডেল নিয়ে আইসিওর সমর্থন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের অবস্থানের পার্থক্য স্পষ্ট করে। তিনি উল্লেখ করেন, ‘এই অবস্থান ব্যবসাবান্ধব এবং যুক্তরাজ্যের ডিজিটাল অর্থনীতির বিকাশে সহায়ক।’ [সূত্র: দ্য গার্ডিয়ান]


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence