ছবির ট্রেন্ডে ন্যানো ব্যানানা, এটা আসলে কী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ AM
কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে প্রতিদিনই নতুন নতুন ট্রেন্ড দেখা দিচ্ছে। সৃজনশীলতা, বিনোদন থেকে শুরু করে দৈনন্দিন কাজে—সব জায়গায় এখন এআই অপরিহার্য। প্রযুক্তির এমন বিকাশে সোশ্যাল মিডিয়াও প্রতিনিয়ত ভরে উঠছে নতুন ট্রেন্ডে। কিছুদিন আগে যেমন ঘিবলি আর্ট নিয়ে তুমুল আলোচনায় মেতে উঠেছিলেন নেটিজেনরা।
এবার আলোচনার কেন্দ্রে এসেছে একেবারে ভিন্নধর্মী একটি ধারা—গুগল জেমিনির ‘ন্যানো ব্যানানা এআই’। এই ফিচার ব্যবহার করে তৈরি হচ্ছে থ্রিডি ফিগারিন ইমেজ, যা ঝড় তুলেছে ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে শুরু করে টুইটার পর্যন্ত। টলিউড কিংবা বলিউড—বিনোদন দুনিয়ার তারকারা যেমন এই ট্রেন্ডে যোগ দিচ্ছেন, তেমনি সাধারণ ব্যবহারকারীরাও নিজস্ব থ্রিডি মিনিয়েচার ছবির মাধ্যমে সরব হয়ে উঠছেন সোশ্যাল মিডিয়ায়।
কীভাবে শুরু হলো ট্রেন্ডটি
২০২৫ সালের আগস্টে ‘জেমিনি ২.৫ ফ্ল্যাশ ইমেজ’ মডেলের সঙ্গে গুগল ডিপমাইন্ড চালু করে ন্যানো ব্যানানা ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ছবি কিংবা পোষা প্রাণীর ছবি মাত্র কয়েক সেকেন্ডেই থ্রিডি ফিগারিন আকারে রূপান্তর করতে পারছেন। বিশেষ কোনো পেশাদার দক্ষতা ছাড়াই কেবল প্রম্পট ব্যবহার করে ইমেজ তৈরি করা যায়, যা রাতারাতি এটি বিশ্বব্যাপী ট্রেন্ডে পরিণত করেছে।
দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা
ফিচারটি চালুর কয়েক সপ্তাহের মধ্যেই জেমিনি অ্যাপে কোটি মানুষ যুক্ত হয়েছেন। ইতিমধ্যে ২০ কোটিরও বেশি ব্যবহারকারী এই প্রযুক্তি দিয়ে ছবি তৈরি ও সম্পাদনা করেছেন। বিশ্লেষকদের মতে, টিকটক ও ইনস্টাগ্রামের মতো দ্রুত ছড়িয়ে পড়া ট্রেন্ডগুলোর কাতারেই জায়গা করে নিয়েছে ন্যানো ব্যানানা।
যেভাবে তৈরি হয় ছবি
ট্রেন্ডিং ছবিগুলোতে বেশিরভাগ সময় দেখা যায় একটি কম্পিউটার টেবিল—যেখানে ডেস্কটপ, কি-বোর্ড, মাউস কিংবা টেবিল ক্যালেন্ডার রাখা। তবে মূল আকর্ষণ থাকে টেবিলের শোপিসে। কাচ বা ফাইবার বেসের ওপর রাখা থাকে ছোট্ট একটি মূর্তি, যা আসলে গ্রাহকেরই ত্রিমাত্রিক অবয়ব। অনেকে নিজেদের সঙ্গে প্রিয়জন বা পোষা প্রাণীর মডেল বানিয়েও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।
এটা আসলে কী
গুগল জেমিনির ন্যানো ব্যানানা এআই হলো এমন এক ফিচার, যা দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মিনিয়েচার থ্রিডি ফিগারিন ইমেজ। জটিল কোনো দক্ষতা ছাড়াই সাধারণ ব্যবহারকারীও এটি বানাতে পারছেন। ঘিবলি আর্টের মতোই এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, আর সোশ্যাল মিডিয়ায় তৈরি করছে নতুন উন্মাদনা।