ই-বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই উদ্যোগের স্বীকৃতি

শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে পুরস্কৃত হল ওয়ালটন ডিজি-টেক

১৬ জুলাই ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫’ গ্রহণ করছেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিগণ

‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫’ গ্রহণ করছেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিগণ © টিডিসি ফটো

শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশব্যাপী কম্পিউটার এক্সচেঞ্জ অফার পরিচালনার মাধ্যমে ই-বর্জ্যকে টেকসই সুযোগে পরিবর্তন করায় ‘অনারেবল মেনশন’ হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এই পুরস্কার দেয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫’ প্রদান করা হয়। সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সর্বাধুনিক উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদানে ওয়ালটন ডিজি-টেক অনন্য নজির স্থাপন করে চলেছে। ক্রেতাদের প্রয়োজনীয়তা ও চাহিদা অনুযায়ী একের পর এক প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। পাশাপাশি শিক্ষার্থীসহ সকল শ্রেণীর ক্রেতাদের জন্য বছরব্যাপী নানান সুবিধা দেয়া হচ্ছে।

গত ৩ বছর ধরে কম্পিউটার এক্সচেঞ্জ অফার পরিচালনার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে নিয়েছে ওয়ালটন ডিজি-টেক যা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ই-বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। এ ছাড়া গ্রাহকদের টেকসই গ্রিন এনার্জি ব্যবহারে উদ্বুদ্ধকরণে ইলেকট্রিক বাইক এবং সোলার সিস্টেম নিয়ে এসেছে ওয়ালটন ডিজি-টেক। 

এরই প্রেক্ষিতে টেকসই উদ্যোগের মাধ্যমে শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এ ভূষিত করা হয়েছে। পাশাপাশি ৩টি ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’সহ ৬০টি টেকসই উদ্যোগকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫’ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছর যুক্তরাজ্যের ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘মোস্ট ট্রাস্টেড আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার’ ক্যাটাগরিতে ওয়ালটন ডিজি-টেককে আন্তর্জাতিক এই সম্মাননা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রকাশনা ‘গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন’। 

 

ট্যাগ: ওয়ালটন
ঝালকাঠিতে নিখোঁজ নারীর মরদেহ সুগন্ধা নদীর পাড় থেকে উদ্ধার 
  • ২০ জানুয়ারি ২০২৬
রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটে চোখ সিলেটের
  • ২০ জানুয়ারি ২০২৬
নির্বাচন ঘিরে নতুন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা …
  • ২০ জানুয়ারি ২০২৬
বাসররাতে 'কনে বদলের' অভিযোগ, পাল্টাপাল্টি মামলা
  • ২০ জানুয়ারি ২০২৬
জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
  • ২০ জানুয়ারি ২০২৬
আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জ…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9