গুগল ক্রোমে আসছে নিরাপত্তার নতুন সুবিধা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
আমরা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল ও কম্পিউটারে প্রবেশের জন্য একাধিক পাসওয়ার্ড ব্যবহার করি। তবে অনেক সময় দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের ফলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে ব্যক্তিগত বা গোপন তথ্য হাতিয়ে নিতে পারে। এসব তথ্য ফেরত দিতে তারা অর্থ দাবি করতেও পিছপা হয় না।
এই ঝুঁকি কমাতে গুগল তাদের ক্রোম ব্রাউজারে নতুন একটি নিরাপত্তা ফিচার চালু করতে যাচ্ছে।
নতুন এই ফিচারটি গুগলের পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে পরিচালিত হবে। এখন পর্যন্ত এই টুলটি শুধু দুর্বল পাসওয়ার্ডের ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক করে। তবে নতুন সুবিধার মাধ্যমে এটি শুধু সতর্ক করেই থেমে যাবে না, বরং জটিল ও সুরক্ষিত পাসওয়ার্ড তৈরির প্রস্তাবও দেবে।
এছাড়াও, ব্যবহারকারীর অনুমতি থাকলে সেই নতুন পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে ক্রোম ব্রাউজারে সংরক্ষণ করা হবে, যাতে পরবর্তীতে সহজে বিভিন্ন সাইটে লগইন করা যায়।
গুগলের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, কোনো ওয়েবসাইটে লগইনের সময় যদি কোনো দুর্বল বা ইতিমধ্যে হ্যাকড পাসওয়ার্ড পাওয়া যায়, তাহলে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে বিকল্প নিরাপদ পাসওয়ার্ডের পরামর্শ দেবে। এ বছরের মধ্যেই নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে এ ফিচার চালু করা হবে।
আরও পড়ুন: ‘পদত্যাগ করাতে হাসিনার পা ধরেছিলেন রেহানা’
গুগলের ক্রোম বিভাগের ভাইস প্রেসিডেন্ট পারিসা তাবরিজ বলেছেন, অনেক ব্যবহারকারী পাসওয়ার্ড বদলানোকে বিরক্তিকর মনে করেন, তাই এড়িয়ে যান। এই নতুন ফিচার নিরাপত্তা ও ব্যবহারিক দিক উভয় ক্ষেত্রেই সহায়ক হবে।