বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বিষয়ক বই পুড়ালেন পলিটেকনিক শিক্ষার্থীরা

মুজিব-হাসিনার বইয়ে আগুন
মুজিব-হাসিনার বইয়ে আগুন  © টিডিসি ফোটো

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট তিন শতাধিক বই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাসহ স্বৈরশাসনের স্মৃতি চিহ্ন মুছে ফেলা হলেও তাদের লাইব্রেরিতে এখনো বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বই মজুত ছিল। অথচ শিক্ষকরা জানিয়েছিলেন, লাইব্রেরি থেকে এসব বই সরিয়ে ফেলা হয়েছে। পরে বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন।

তাদের অভিযোগ, পাঠ্যবইয়ের সংকট থাকা সত্ত্বেও লাইব্রেরির তাক রাজনৈতিক বইয়ে ভরে রাখা হয়েছে, যা তাদের কোনো কাজে আসে না।

আরও পড়ুন: ছাত্রীদের কাছ থেকে বেশি রেসপন্স পাচ্ছি: সাদিক কায়েম

এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কীর্ত্তনীয়া বলেন, ‘আমি স্টেশনে ছিলাম না, তবে শুনেছি শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বিষয়ক কিছু বই পুড়িয়ে দিয়েছে। ৫ আগস্টের পর এসব বই সরিয়ে ফেলা হয়েছে বলে আমি জানতাম। লাইব্রেরিয়ান দীর্ঘদিন অসুস্থ থাকায় লাইব্রেরিতে আসলেই এসব বই ছিল কিনা সেটা আমার জানা ছিল না।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence